Dhaka বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রেলওয়ে বিভাগ জনবলের ৩ ভাগের একভাগ নিয়ে কাজ করছে : শেখ মইনউদ্দিন

গাজীপুর জেলা প্রতিনিধি :

রেলওয়ে বিভাগ কাম্য জনবলের তিনভাগের একভাগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। এ সময় তিনি প্ল্যাটফর্মের আধুনিকায়ন, যাত্রী সেবার মানোন্নয়ন ও কমিউটার ট্রেন চালুর ব্যাপারে উপস্থিত যাত্রী, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

তি‌নি বলেন, গাজীপুরবাসীর নানা অভিযোগের ভি‌ত্তিতে জংশন প‌রিদর্শনে এসেছি। রেলযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

শেখ মইনউদ্দিন বলেন, ২০১৬ সালের পর থেকে ভাড়াও বাড়ানো হয়নি। যে কারণে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান বিঘ্ন হচ্ছে।’

তিনি আরও বলেন, জয়দেবপুর জাংশনে যেহেতু রেললাইন সম্প্রসারণের কাজ অব্যাহত আছে তাই সাময়িক সময়ের জন্য গণভোগান্তি মেনে নিতে হবে।

তবে পরিদর্শন শেষে যাত্রীদের দাবি ও সরকারের সক্ষমতা মিলিয়ে দেখে যেটি সবার জন্য ভালো হয় সেই ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

পরিদর্শনকালে বিশেষ সহকারীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের স‌চিব ফা‌হিমুল ইসলাম,রেলওয়ের মহাপ‌রিচালক আফজাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি : উপদেষ্টা আসিফ মাহমুদ

রেলওয়ে বিভাগ জনবলের ৩ ভাগের একভাগ নিয়ে কাজ করছে : শেখ মইনউদ্দিন

প্রকাশের সময় : ০২:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি :

রেলওয়ে বিভাগ কাম্য জনবলের তিনভাগের একভাগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। এ সময় তিনি প্ল্যাটফর্মের আধুনিকায়ন, যাত্রী সেবার মানোন্নয়ন ও কমিউটার ট্রেন চালুর ব্যাপারে উপস্থিত যাত্রী, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

তি‌নি বলেন, গাজীপুরবাসীর নানা অভিযোগের ভি‌ত্তিতে জংশন প‌রিদর্শনে এসেছি। রেলযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

শেখ মইনউদ্দিন বলেন, ২০১৬ সালের পর থেকে ভাড়াও বাড়ানো হয়নি। যে কারণে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান বিঘ্ন হচ্ছে।’

তিনি আরও বলেন, জয়দেবপুর জাংশনে যেহেতু রেললাইন সম্প্রসারণের কাজ অব্যাহত আছে তাই সাময়িক সময়ের জন্য গণভোগান্তি মেনে নিতে হবে।

তবে পরিদর্শন শেষে যাত্রীদের দাবি ও সরকারের সক্ষমতা মিলিয়ে দেখে যেটি সবার জন্য ভালো হয় সেই ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

পরিদর্শনকালে বিশেষ সহকারীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের স‌চিব ফা‌হিমুল ইসলাম,রেলওয়ের মহাপ‌রিচালক আফজাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।