Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াদ-তামিমের উপর চাপ দিতে চান না লিটন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে দুই দল। তবে মেগা টুর্নামেন্টের আগে ওয়ার্ক লোডের কথা চিন্তা করে দুই দলই তাদের তারকা ক্রিকেটার ছাড়া স্কোয়াড সাজিয়েছে।

চলতি বছরের মার্চের পর ‘বিশ্রামের’ আড়ালে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর আফগানিস্তান সিরিজে ফের দলে ফিরেছেন তিনি। অন্যদিকে আফগানিস্তান সিরিজে অবসরকাণ্ডের পর ফের জাতীয় দলে ফিরেছেন তামিম ইকবাল। দুইজনের কারও উপর বাড়তি কোনো প্রত্যাশার চাপ রাখেন না নিউজিল্যান্ড সিরিজের অধিনায়ক লিটন দাস।

বুধবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে লিটন জানান তাদের উপর কোনো চাপ দিতে চান না। তার চাওয়া রিয়াদ-তামিম নিজেদের মতো করে খেলা উপভোগ করুক, অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা গেমটা এনজয় করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই এনজয় করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।

দুই সিনিয়র ক্রিকেটারের ফেরা দলের জন্য অনেক বেশি উপকার হবে বলেও মনে করেন লিটন, দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে হেল্প হয়।

নিউ জিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা কি থাকবে? এমন প্রশ্নে লিটনের উত্তর, রোল (ভূমিকা) জিনিসটা আমি আসলে বলতে চাই না। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে।

কেমন পরিস্থিতি সেটারও একটা উদারহরণ দিয়েছেন লিটন, এখন যদি ম্যাচে দ্রুত উইকেট পড়ে যায় আর রিয়াদ ভাই ব্যাটিংয়ে নামে, তখন যদি ৩০-৩৫ ওভারের খেলা থাকে, তাহলে উনি উনার মতো করেই খেলাটা খেলবে। ওটা বলার দরকার নাই। উনি অনেক অভিজ্ঞ (ম্যাচুরড)। এটা সৌম্যর ক্ষেত্রেও। যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে।

নিজের ফর্মহীনতা নিয়ে লিটন বলেন, আমি চেষ্টা করছি, অনুশীলন করছি, কীভাবে ফাইন্ড আউট করা যায় (সমস্যাগুলো)। আশা করছি তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো।’ তার এই ফর্মের কারণ কী আত্মবিশ্বাসের অভাব? জবাবে লিটন বলেন, ‘আত্মবিশ্বাসের বিষয় না। অনুশীলন করছি, দেখা যাক কী করতে পারি।

বিশ্বকাপের ঠিক আগের এই সিরিজে দুই দলই বিশ্রাম দিয়েছে মূল ক্রিকেটারদের। বিষয়টি নিয়ে খুব বেশি ভাবতে নারাজ লিটন, এখানে স্বাভাবিক বিষয় আমরা টিমে যে কজন আছে, তাদের মধ্যে কন্টিনিউ ম্যাচ খেলেছে একমাত্র হৃদয়। আমিও খুব একটা কন্টিনিউ খেলিনি। মাঝখানে দুইটা ম্যাচ অসুস্থ ছিলাম। যেসব খেলোয়াড়রা খেলবে, তারা অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। নাসুম ও শেখ মাহেদীও খেলেছে কিছুদিন আগে। তবুও এটা একটা সুযোগ। যেহেতু সামনে বিশ্বকাপ। সবারই দেখার একটা সুযোগ। সবার জন্য সুযোগ আছে।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। নেতৃত্বের বাড়তি দায়িত্ব এখন লিটনের কাঁধে। অধিনায়ক লিটনের বার্তাও স্পষ্ট। ম্যাচ জিততে চান তিনি, আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়ত ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আসেন আসন্ন সিরিজে নেতৃত্ব পাওয়া লিটন দাস। সেখানে এই ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের আগে মাঠের বাইরের এসব আলোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে লিটনের অকপট জবাব, ‘দেখি না।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তখন সংবাদ সম্মেলনে ‘২৫ গড় খারাপ নয়’ এমন মন্তব্য করেন তিনি। সেটি নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। সেসব কি ক্রিকেটারদের জীবনে কোনো প্রভাব রাখে?

লিটন বলেন, আমি বললাম উনার প্রশ্নে। এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫ হাজার বিডব্লিউটির বেশি ধারণক্ষমতার জাহাজের মূসক অব্যাহতি : প্রেস সচিব

রিয়াদ-তামিমের উপর চাপ দিতে চান না লিটন

প্রকাশের সময় : ০৩:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে দুই দল। তবে মেগা টুর্নামেন্টের আগে ওয়ার্ক লোডের কথা চিন্তা করে দুই দলই তাদের তারকা ক্রিকেটার ছাড়া স্কোয়াড সাজিয়েছে।

চলতি বছরের মার্চের পর ‘বিশ্রামের’ আড়ালে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর আফগানিস্তান সিরিজে ফের দলে ফিরেছেন তিনি। অন্যদিকে আফগানিস্তান সিরিজে অবসরকাণ্ডের পর ফের জাতীয় দলে ফিরেছেন তামিম ইকবাল। দুইজনের কারও উপর বাড়তি কোনো প্রত্যাশার চাপ রাখেন না নিউজিল্যান্ড সিরিজের অধিনায়ক লিটন দাস।

বুধবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে লিটন জানান তাদের উপর কোনো চাপ দিতে চান না। তার চাওয়া রিয়াদ-তামিম নিজেদের মতো করে খেলা উপভোগ করুক, অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা গেমটা এনজয় করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই এনজয় করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।

দুই সিনিয়র ক্রিকেটারের ফেরা দলের জন্য অনেক বেশি উপকার হবে বলেও মনে করেন লিটন, দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে হেল্প হয়।

নিউ জিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা কি থাকবে? এমন প্রশ্নে লিটনের উত্তর, রোল (ভূমিকা) জিনিসটা আমি আসলে বলতে চাই না। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে।

কেমন পরিস্থিতি সেটারও একটা উদারহরণ দিয়েছেন লিটন, এখন যদি ম্যাচে দ্রুত উইকেট পড়ে যায় আর রিয়াদ ভাই ব্যাটিংয়ে নামে, তখন যদি ৩০-৩৫ ওভারের খেলা থাকে, তাহলে উনি উনার মতো করেই খেলাটা খেলবে। ওটা বলার দরকার নাই। উনি অনেক অভিজ্ঞ (ম্যাচুরড)। এটা সৌম্যর ক্ষেত্রেও। যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে।

নিজের ফর্মহীনতা নিয়ে লিটন বলেন, আমি চেষ্টা করছি, অনুশীলন করছি, কীভাবে ফাইন্ড আউট করা যায় (সমস্যাগুলো)। আশা করছি তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো।’ তার এই ফর্মের কারণ কী আত্মবিশ্বাসের অভাব? জবাবে লিটন বলেন, ‘আত্মবিশ্বাসের বিষয় না। অনুশীলন করছি, দেখা যাক কী করতে পারি।

বিশ্বকাপের ঠিক আগের এই সিরিজে দুই দলই বিশ্রাম দিয়েছে মূল ক্রিকেটারদের। বিষয়টি নিয়ে খুব বেশি ভাবতে নারাজ লিটন, এখানে স্বাভাবিক বিষয় আমরা টিমে যে কজন আছে, তাদের মধ্যে কন্টিনিউ ম্যাচ খেলেছে একমাত্র হৃদয়। আমিও খুব একটা কন্টিনিউ খেলিনি। মাঝখানে দুইটা ম্যাচ অসুস্থ ছিলাম। যেসব খেলোয়াড়রা খেলবে, তারা অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। নাসুম ও শেখ মাহেদীও খেলেছে কিছুদিন আগে। তবুও এটা একটা সুযোগ। যেহেতু সামনে বিশ্বকাপ। সবারই দেখার একটা সুযোগ। সবার জন্য সুযোগ আছে।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। নেতৃত্বের বাড়তি দায়িত্ব এখন লিটনের কাঁধে। অধিনায়ক লিটনের বার্তাও স্পষ্ট। ম্যাচ জিততে চান তিনি, আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়ত ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আসেন আসন্ন সিরিজে নেতৃত্ব পাওয়া লিটন দাস। সেখানে এই ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের আগে মাঠের বাইরের এসব আলোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে লিটনের অকপট জবাব, ‘দেখি না।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তখন সংবাদ সম্মেলনে ‘২৫ গড় খারাপ নয়’ এমন মন্তব্য করেন তিনি। সেটি নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। সেসব কি ক্রিকেটারদের জীবনে কোনো প্রভাব রাখে?

লিটন বলেন, আমি বললাম উনার প্রশ্নে। এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।