বিনোদন ডেস্ক :
ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করেছেন। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। দক্ষিণের ‘পুষ্পা’ থেকে বলিউডের ‘অ্যানিমেল’; বড় বড় সব প্রজেক্ট তার হাতে।
কিন্তু এই কর্মমুখর জীবনে হঠাৎ প্রযুক্তির অপব্যবহারের শিকার হলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, লিফটে উঠছেন রাশমিকা। তার পরনে স্বল্পবসনা। ভিডিওটি দেখলে যে কেউ বলবেন, ইনি রাশমিকা।
ভিডিওতে আরও দেখা গেছে, কালো পোশাকে একটি লিফট থেকে বের হচ্ছেন রাশমিকা। সেখানে আপত্তিকর অবস্থায় দেখা যায় তাকে। জানা গেছে, ভিডিওটি আসলে নায়িকা রাশমিকার নয়, প্রযুক্তির সাহায্যে এটি তৈরি করা হয়েছে।
এটা মূলত জারা প্যাটেল নামের এক ব্রিটিশ-ইন্ডিয়ান তরুণীর ভিডিও। সেখানেই রাশমিকার মুখটিকে এমনভাবে বসানো হয়েছে, যেটা দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে। আর এই প্রযুক্তির নাম হলো ‘ডিপফেক’।
রাশমিকার ফেক ভিডিওটি ভারতীয় এক সাংবাদিক তার টুইটারে (এক্স) পোস্ট করেছেন। যেখানে সেই সাংবাদিক ক্যাপশনে লিখেছেন, ‘ডিফেক ভিডিওর বিরুদ্ধে ভারতে আইন ও নিয়ন্ত্রণ কাঠামো করা জরুরি। আপনারা ইনস্টাগ্রামে অভিনেত্রী রাশমিকার এই ভাইরাল ভিডিও দেখেছেন। তবে এটি সত্যি রাশমিকা নয়, ফেক ভিডিও। জারা প্যাটেলের বডিতে রাশমিকার মুখ বসানো হয়েছে।’
সম্পাদিত এই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অবশ্য বিষয়টি নিয়ে এখনও রাশমিকা কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তার পাশে দাঁড়ালেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
সাংবাদিকের এই টুইট শেয়ার করেছেন রাশমিকার সহশিল্পী অমিতাভ বচ্চন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, এ বিষয়ে কঠিনভাবে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।’ রাশমিকার এ ভিডিও নিয়ে নেটদুনিয়ায় জোর আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি। এমনকী অমিতাভের টুইটের বিপরীতেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বলা দরকার, অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা একসঙ্গে সিনেমায়ও কাজ করেছেন। ‘গুডবাই’ নামের ছবিটি গত বছরের অক্টোবরে মুক্তি পেয়েছিল।
এদিকে রাশমিকার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ করেছে। এর মধ্যে সবচেয়ে আকাঙ্ক্ষিত হলো ‘অ্যানিমে’; সন্দীপ রেড্ডি ভাঙ্গা নির্মিত এই ছবিতে তার নায়ক রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর এটি মুক্তি পাবে। আর দক্ষিণে তার বড় প্রজেক্ট ‘পুষ্পা ২: দ্য রুল’। এখানে তিনি অভিনয় করছেন আল্লু অর্জুনের সঙ্গে।