Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার কাছ থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান কিনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। তেহরান ও মস্কো নিজেদের মধ্যে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার যে সিদ্ধান্ত নিয়েছে তার অংশ হিসেবে ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করবে রাশিয়া।

শনিবার (১১ মার্চ) জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে যুদ্ধবিমান কেনার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনে চলমান যুদ্ধে ইরান নির্মিত ড্রোন ব্যবহার করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে, এই চুক্তির মধ্য দিয়ে তা আরও বিস্তৃত হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চুক্তির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করার কোনও তথ্য আইআরআইবি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এমনকি চুক্তির বিস্তারিত কিছুও তুলে ধরা হয়নি।

মিশন বলেছে, ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ইরান বিশ্বের বেশ কয়েকটি দেশের কাছে যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয়। সে সময় কেবলমাত্র রাশিয়া ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করতে নিজের প্রস্তুতির কথা জানায়।

গত বছর জুলাই মাসে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধের ফলে পশ্চিমা চাপের মুখে নিজেদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে, কিন্তু তখন ইরানের সমরাস্ত্র কেনার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকায় তেহরানের পক্ষে রুশ যুদ্ধবিমান কেনা সম্ভব হয়নি। তবে ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী ২০২০ সালের অক্টোবরে ইরানের ওপর থেকে প্রচলিত সমরাস্ত্র কেনার নিষেধাজ্ঞা উঠে যায়।

এরপর ব্যাপক আলোচনা ও দেনদরবার শেষে রাশিয়ার কাছ থেকে সুখোই যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করল ইরান।

তবে কবে কখন এ চুক্তি চূড়ান্ত হয়েছে কিংবা ঠিক কবে নাগাদ রাশিয়া ইরানকে যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে সে কথা ইরানের স্থায়ী মিশন জানায়নি। এছাড়া, চুক্তির বিষয়বস্তু গোপনীয় হওয়ায় এ সংক্রান্ত অন্য কোনো তথ্যও জানানো হয়নি।

২০১৮ সালে ইরান ঘোষণা দেয় দেশটি কওসর নামে যুদ্ধবিমান তৈরি করবে নিজেদের বিমানবাহিনীর জন্য। কয়েকজন সামরিক বিশেষজ্ঞের ধারণা, এই যুদ্ধবিমান মার্কিন এফ-৫ এর অবিকল সংস্করণ হতে পারে। এসব যুদ্ধবিমান ১৯৬০ এর দশকে উৎপাদন করেছিল যুক্তরাষ্ট্র। সূত্র : রয়টার্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

রাশিয়ার কাছ থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান কিনছে ইরান

প্রকাশের সময় : ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। তেহরান ও মস্কো নিজেদের মধ্যে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার যে সিদ্ধান্ত নিয়েছে তার অংশ হিসেবে ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করবে রাশিয়া।

শনিবার (১১ মার্চ) জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে যুদ্ধবিমান কেনার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনে চলমান যুদ্ধে ইরান নির্মিত ড্রোন ব্যবহার করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে, এই চুক্তির মধ্য দিয়ে তা আরও বিস্তৃত হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চুক্তির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করার কোনও তথ্য আইআরআইবি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এমনকি চুক্তির বিস্তারিত কিছুও তুলে ধরা হয়নি।

মিশন বলেছে, ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ইরান বিশ্বের বেশ কয়েকটি দেশের কাছে যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয়। সে সময় কেবলমাত্র রাশিয়া ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করতে নিজের প্রস্তুতির কথা জানায়।

গত বছর জুলাই মাসে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধের ফলে পশ্চিমা চাপের মুখে নিজেদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে, কিন্তু তখন ইরানের সমরাস্ত্র কেনার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকায় তেহরানের পক্ষে রুশ যুদ্ধবিমান কেনা সম্ভব হয়নি। তবে ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী ২০২০ সালের অক্টোবরে ইরানের ওপর থেকে প্রচলিত সমরাস্ত্র কেনার নিষেধাজ্ঞা উঠে যায়।

এরপর ব্যাপক আলোচনা ও দেনদরবার শেষে রাশিয়ার কাছ থেকে সুখোই যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করল ইরান।

তবে কবে কখন এ চুক্তি চূড়ান্ত হয়েছে কিংবা ঠিক কবে নাগাদ রাশিয়া ইরানকে যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে সে কথা ইরানের স্থায়ী মিশন জানায়নি। এছাড়া, চুক্তির বিষয়বস্তু গোপনীয় হওয়ায় এ সংক্রান্ত অন্য কোনো তথ্যও জানানো হয়নি।

২০১৮ সালে ইরান ঘোষণা দেয় দেশটি কওসর নামে যুদ্ধবিমান তৈরি করবে নিজেদের বিমানবাহিনীর জন্য। কয়েকজন সামরিক বিশেষজ্ঞের ধারণা, এই যুদ্ধবিমান মার্কিন এফ-৫ এর অবিকল সংস্করণ হতে পারে। এসব যুদ্ধবিমান ১৯৬০ এর দশকে উৎপাদন করেছিল যুক্তরাষ্ট্র। সূত্র : রয়টার্স।