আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়া গুলি করে ফেলে দেওয়ার পর সেটির একটি টুকরোর আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের অংশবিশেষ ধসে পড়ে অন্তত ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন রুশ কর্মকর্তারা।
রোববার (১২ মে) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঘটনাটি ঘটেছে।
এটি সীমান্তের নিকটবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের চালানো অন্যতম প্রাণঘাতী হামলা।
রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক এই হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় সোমবার ভোরে বলেছে, ভবনটি ধসে ১৫ জন নিহত হয়েছে। এই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, রবিবার কিয়েভের পৃথক হামলায় আরো চারজন মারা গেছে।
ঘটনাস্থল থেকে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই ভবনের অন্তত ১০টি তলা ধসে পড়ছে। পরে জরুরি বিভাগের কর্মীরা যখন জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন, তখন ভবনের ছাদটি ধসে পড়ে। লোকজনকে প্রাণ বাঁচাতে ছুটে সরে যেতে দেখা যায়, আর তাদের পেছনে কংক্রিটের ভাঙা টুকরো পড়তে থাকে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ০৮৪০ জিএমটিতে অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলাটি চালানো হয়। এটিকে ‘আবাসিক এলাকায় চালানো সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে তারা।
ধ্বংস করে দেওয়া একটি তোচকা-ইউ ক্ষেপণাস্ত্রের টুকরাগুলোর আঘাতে বেলগোরোদ শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
ঘটনাস্থল থেকে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই ভবনের অন্তত ১০টি তলা ধসে পড়ছে। জরুরি বিভাগের কর্মীরা যখন জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন তখন ভবনের ছাদটি ধসে পড়ে, লোকজনকে প্রাণ বাঁচাতে ছুটে সরে যেতে দেখা যায় আর তাদের পেছনে কংক্রিটের ভাঙা টুকরা পড়তে থাকে।
২০২২ সালে যুদ্ধ শুরুর সময় ইউক্রেন এবং রাশিয়া উভয়ই বলেছিল, যুদ্ধে বেসামরিক লোকদের লক্ষ্য করা হবে না। কিন্তু যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লক্ষ লক্ষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ক্রেমলিন বলছে, এই বর্বর হামলার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা অপরাধ। কিয়েভ বলেছে, রাশিয়ার সামরিক পরিবহন এবং শক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে মস্কোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ইউক্রেনে বেসামরিক অবকাঠামো এবং বেসামরিক মানুষের ওপর রুশ হামলার জবাব দেওয়া হচ্ছে।