স্পোর্টস ডেস্ক :
চলতি বছরই ভারতের হয়ে টি-টিয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে শেষ হয়েছে রোহিত শর্মাদের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের অধ্যায়। এরপর তিনি কী করবেন তা নিয়ে সমর্থকদের মাঝে ছিল আগ্রহ। আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাকে প্রধান কোচ হিসেবে পেতে আগ্রহী বলে জানা গিয়েছিল। এবার জানা গেল, আইপিএলে নিজের পুরনো ঠিকানায়ই ফিরছেন বিশ্বজয়ী এই কোচ।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ফের রাজস্থান রয়্যালসেই যোগ দিচ্ছেন দ্রাবিড়। ২০২৫ মৌসুম সামনে রেখে তিনি দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন বলেও জানিয়েছে ক্রিকইনফো।
রাজস্থানের সঙ্গে পুরনো সম্পর্ক ভারতের সাবেক এই প্রধান কোচের। ক্রিকেটার হিসেবে তিনি এই দলের হয়ে আইপিএল খেলেছে, আইপিএলে ২০১২ এবং ২০১৩ সালে তাঁর অধীনায়কত্বেই খেলেছে রাজস্থান। এছাড়া ২০১৪ এবং ২০১৫ সালে তিনি দলটির মেন্টর হিসেবে ছিলেন। এরপর ২০১৬ সালে তিনি দিল্লী ডেয়াড় ডেভিলসে যোগ দেন।
এদিকে দ্রাবিড়ের পাশাপাশি বিক্রম রাঠোরকেও কোচ হিসেবে নিয়োগ দিবে রাজস্থান। ভারতের নির্বাচক হিসেবে কাজ করা রাঠোর দেশটির জাতীয় ক্রিকেট একাডেমিতে দ্রাবিড়ের সহকারী হিসেবেও কাজ করেছেন। এরপর ২০১৯ সালে ভারতের ব্যাটিং কোচ হন তিনি।
আইপিএলের উদ্বোধনী মৌসুমের শিরোপা জিতেছিল রাজস্থান। এরপর থেকে আর একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। ২০২২ সালে ফাইনালে ওঠলেও গুজরাটের কাছে হেরে রানার্স আপ হয় দলটি।