Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- পুঠিয়ার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। সাঈদ সারোয়ারের বাবার নাম জেকের আলী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইদুর রহমান জানান, একটি মোটরসাইকেলে চড়ে সাঈদ সারোয়ার ও মো. হোসেন পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি বাস। মোটরসাইকেলের গতি ছিল বেশি।কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বেলা পৌনে ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিল।

ওসি আরও জানান, ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। ঘটনাস্থলে বাস আছে। দুটি লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় জানা যায়নি। জানার চেষ্টা চলছে। পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রকাশের সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- পুঠিয়ার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। সাঈদ সারোয়ারের বাবার নাম জেকের আলী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইদুর রহমান জানান, একটি মোটরসাইকেলে চড়ে সাঈদ সারোয়ার ও মো. হোসেন পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি বাস। মোটরসাইকেলের গতি ছিল বেশি।কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বেলা পৌনে ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিল।

ওসি আরও জানান, ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। ঘটনাস্থলে বাস আছে। দুটি লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় জানা যায়নি। জানার চেষ্টা চলছে। পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।