Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে চার ভোটকেন্দ্রে আগুন

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজশাহীর বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বাঘার একটি ভোটকেন্দ্রের অফিসকক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা পুলিশের।

এর মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর বাঘা উপজেলার দুইটি নির্বাচনী কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এগুলো হচ্ছে- ঝিনা ও জুতনশি। পেট্রোল ঢেলে আগুন দেওয়ার এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্কুলের আসবাবপত্র পুড়ে গেছে।

কেন্দ্র চারটি হলো- বাঘা উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুরের মতিহার উচ্চ বিদ্যালয় এবং বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়।

এর মধ্যে বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ১৫টি চেয়ার, টেবিল, আলমারিসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

বাঘা উপজেলার ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছেন তারা। সেখানে পেট্রোলও পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পরিত্যক্ত ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এটি মূল ভোটকেন্দ্রের বাইরের অংশ। এই আগুনের ফলে ভোটকেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া উপজেলার আড়ানী পৌরসভার ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান শিক্ষকের অফিসে আগুন লাগে। এতে কিছু বই ও আসবাবপত্র পুড়ে গেছে। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদু্তকি শর্ট সার্কিটের কারণে স্কুলটিতে আগুন লাগে। তাই তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চবিদ্যালয় ও মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এছাড়া বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনার পর বাগমারা উপজেলার ভোটকেন্দ্র থেকে শুক্রবার (৫ জানুয়ারি) সকালে আরও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃহস্পতিবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ভোটকেন্দ্রের সামনে দুটি অবিস্ফোরিত তাজা ককটেল পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়। তবে এ ঘটনায় কাউকে এখনও শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

এদিকে ভোটের আগে এসব বিচ্ছিন্ন সহিংসতা সৃষ্টির বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। এসব ঘটনা ভোটের ওপরে কোনো প্রভাব ফেলবে না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। গত রাতে স্কুলগুলোতে কীভাবে আগুন লেগেছে তার তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর তানোর উপজেলার সদর পৌরসভা এলাকার গোল্লাপাড়া মাঠে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানীর (কাঁচি প্রতীক) জনসভা ছিল। নির্বাচনী জনসভা চলাকালীন সময় একটি দোকানের পাশে একটি বোতলে আইইডি (উন্নত বিস্ফোরক ডিভাইস) সদৃশ সার্কিট পাওয়া যায়। পরে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদের নেতৃত্বে একটি অপারেশনাল দল দ্রুত ঘটনা স্থানে পৌঁছে। দ্রুততার সঙ্গে তারা সার্কিট লাগানো ওই বস্তুটিকে পরীক্ষা নিরীক্ষা করে গোল্লাপাড়া বাজারের কাছে থাকা ফাঁকা মাঠে নিয়ে যায় এবং রাত সাড়ে ৮টার দিকে সেটি নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীতে চার ভোটকেন্দ্রে আগুন

প্রকাশের সময় : ১২:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজশাহীর বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বাঘার একটি ভোটকেন্দ্রের অফিসকক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা পুলিশের।

এর মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর বাঘা উপজেলার দুইটি নির্বাচনী কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এগুলো হচ্ছে- ঝিনা ও জুতনশি। পেট্রোল ঢেলে আগুন দেওয়ার এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্কুলের আসবাবপত্র পুড়ে গেছে।

কেন্দ্র চারটি হলো- বাঘা উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুরের মতিহার উচ্চ বিদ্যালয় এবং বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়।

এর মধ্যে বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ১৫টি চেয়ার, টেবিল, আলমারিসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

বাঘা উপজেলার ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছেন তারা। সেখানে পেট্রোলও পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পরিত্যক্ত ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এটি মূল ভোটকেন্দ্রের বাইরের অংশ। এই আগুনের ফলে ভোটকেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া উপজেলার আড়ানী পৌরসভার ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান শিক্ষকের অফিসে আগুন লাগে। এতে কিছু বই ও আসবাবপত্র পুড়ে গেছে। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদু্তকি শর্ট সার্কিটের কারণে স্কুলটিতে আগুন লাগে। তাই তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চবিদ্যালয় ও মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এছাড়া বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনার পর বাগমারা উপজেলার ভোটকেন্দ্র থেকে শুক্রবার (৫ জানুয়ারি) সকালে আরও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃহস্পতিবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ভোটকেন্দ্রের সামনে দুটি অবিস্ফোরিত তাজা ককটেল পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়। তবে এ ঘটনায় কাউকে এখনও শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

এদিকে ভোটের আগে এসব বিচ্ছিন্ন সহিংসতা সৃষ্টির বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। এসব ঘটনা ভোটের ওপরে কোনো প্রভাব ফেলবে না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। গত রাতে স্কুলগুলোতে কীভাবে আগুন লেগেছে তার তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর তানোর উপজেলার সদর পৌরসভা এলাকার গোল্লাপাড়া মাঠে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানীর (কাঁচি প্রতীক) জনসভা ছিল। নির্বাচনী জনসভা চলাকালীন সময় একটি দোকানের পাশে একটি বোতলে আইইডি (উন্নত বিস্ফোরক ডিভাইস) সদৃশ সার্কিট পাওয়া যায়। পরে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদের নেতৃত্বে একটি অপারেশনাল দল দ্রুত ঘটনা স্থানে পৌঁছে। দ্রুততার সঙ্গে তারা সার্কিট লাগানো ওই বস্তুটিকে পরীক্ষা নিরীক্ষা করে গোল্লাপাড়া বাজারের কাছে থাকা ফাঁকা মাঠে নিয়ে যায় এবং রাত সাড়ে ৮টার দিকে সেটি নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট।