রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা সর্দার বাসস্ট্যান্ডের সুগন্ধা ফিলিং স্টেশনের পূর্বপাশে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে পাংশা সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে মিরাজ (১৬) এবং একই এলাকার সাইদুল প্রামানিকের ছেলে সজীব প্রামানিক (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে পাংশা পৌর শহরের বিষ্ণুপুর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সজীব ও মিরাজ। ঠিক তখনই কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীমুখী একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সজীব প্রামানিক নিহত হন। অপরজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রোকন উজ্জামান জানান, স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মিরাজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত অজ্ঞাত ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করা হলে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এ রকম মর্মান্তিক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী জেলা প্রতিনিধি 






















