নিজস্ব প্রতিবেদক :
রাজধানী মিরপুর দারুসসালাম আহমেদনগর এলাকায় দুই যুবককে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩১ মে) সকালের দিকে আহমেদ নগরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তবে তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫।
বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।
তিনি বলেন, দুজন যুবকের মরদেহ রাস্তায় পড়ে আছে- এমন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে, এটি সকালের ঘটনা। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।