Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর গোলাপ শাহ মাজারের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার সংলগ্ন রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আরিফ নেওয়াজ জানান, সকালে খবর পেয়ে গোলাপশাহ মাজার সংলগ্ন রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি নাম-পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে মাদকসেবী প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজধানীর গোলাপ শাহ মাজারের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার সংলগ্ন রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আরিফ নেওয়াজ জানান, সকালে খবর পেয়ে গোলাপশাহ মাজার সংলগ্ন রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি নাম-পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে মাদকসেবী প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।