নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রিকশা চালাতে গিয়ে আব্দুল আওয়াল (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে রিকশা চালাতে গিয়ে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আব্দুল আউওয়ালের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় থাকতেন।
ঘটনার পর অচেতন অবস্থায় আব্দুল আউয়ালকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল আউয়ালের রিকশার মালিক মহিবুল আলম বলেন, আউয়ালের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহগ্রামে। বাবার নাম আজম আলী। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় থাকতেন এবং আমার শনিরআখড়ার গ্যারেজের রিকশা চালাতেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বসাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হয়েছে হয়তো হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। মরদহেটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, আব্দুল আউয়াল রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনের রাস্তায় খিচুড়িপট্টিতে রিকশা থেকে নিচে পড়ে যান। এরপর খিঁচুনি হয়ে ঘটনাস্থলে অচেতন হয় পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার বলেন, এক রিকশাচালককে মৃত অবস্থায় পেয়েছি। তবে তার মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ইদানীং অতিরিক্ত গরমের কারণে ঢাকা মেডিকেলে রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গরমে বেশি ভোগান্তিতে পড়ছেন বয়স্ক ব্যক্তি, শিশু ও খেটে খাওয়া মানুষেরা। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছি… অতিরিক্ত গরমে ওই রিকশাচালকের হিট স্ট্রোক হয়ে থাকতে পারে। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।