নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার মাচা থেকে পড়ে মো. আবু মুসা (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দুপুর আড়াইটায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুসা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচর গ্রামের বাসিন্দা সাদেকুল ইসলামের ছেলে। বর্তমানে আগারগাঁও এলাকায় ভাড়া থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।
মুসার সঙ্গে একই ভবনে কাজ করা বাদশা জানান, আজ সকালের দিকে আগারগাঁওয়ে নির্মানাধীন তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় বাইরের দিকে মাচা বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন মুসা। অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
বাদশা বলেন, আমরা প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান মুসা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
























