নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে দুটি বাস আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস এই খবর নিশ্চিত করেছে।
রোববার (১৯ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিক্যাল কলেজের সামনে একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এ ছাড়া, রাত ৯টা ৫৭ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে আরেকটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ রাত ৯টা ৫৭ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে রাত সোয়া আটটার পর ধানমন্ডিতে ‘মিরপুর সুপার লিংক’ নামের পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে একটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বাসটি মিরপুর সুপার লিংক পরিবহনের বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 

























