Dhaka মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে থেকে অনলাইন জুয়ার এডমিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্মের এডমিন মো. হাফিজ আল আসাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

রোববার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনার কাজে ব্যবহৃত একটি স্মার্ট ফোন ও একটি সিম কার্ড জব্দ করেছে। পরে তার দেওয়া তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

এন্টি টেররিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, ২৭ জানুয়ারি বগুড়া সদর থানাধীন কলোনি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ানএক্সবেট অনলাইন জুয়ার প্লাটফর্মের সদস্য রানা মিয়া ও রেজা আহম্মেদকে গ্রেফতার করে এটিইউ। রানা ও রেজাকে গ্রেফতারের পর ওই মামলার পলাতক আসামি হাফিজ আল আসাদ অনলাইন জুয়া প্ল্যাটফর্মের কাজে ব্যবহৃত মোবাইল দুটি (আইফোন ১৩ ও টেকনো স্পার্ক ৭) বিক্রি করে দেন।

পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার আসামি ফেসবুক আইডি ও ফেসবুক গ্রুপ ব্যবহারের মাধ্যমে অনলাইনে জুয়ার ওয়েবসাইটে অবৈধভাবে জুয়া পরিচালনা করেন। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে জুয়ার টাকা লেনদেন এবং বিভিন্নজনকে অনলাইন জুয়া খেলার জন্য উৎসাহিত করে টাকা/ডলারের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করাতেন। যাতে অনেক সাধারণ লোক সর্বশান্ত হয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশের ৮০ কর্মকর্তার পদোন্নতি

রাজধানীতে থেকে অনলাইন জুয়ার এডমিন গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্মের এডমিন মো. হাফিজ আল আসাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

রোববার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনার কাজে ব্যবহৃত একটি স্মার্ট ফোন ও একটি সিম কার্ড জব্দ করেছে। পরে তার দেওয়া তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

এন্টি টেররিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, ২৭ জানুয়ারি বগুড়া সদর থানাধীন কলোনি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ানএক্সবেট অনলাইন জুয়ার প্লাটফর্মের সদস্য রানা মিয়া ও রেজা আহম্মেদকে গ্রেফতার করে এটিইউ। রানা ও রেজাকে গ্রেফতারের পর ওই মামলার পলাতক আসামি হাফিজ আল আসাদ অনলাইন জুয়া প্ল্যাটফর্মের কাজে ব্যবহৃত মোবাইল দুটি (আইফোন ১৩ ও টেকনো স্পার্ক ৭) বিক্রি করে দেন।

পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার আসামি ফেসবুক আইডি ও ফেসবুক গ্রুপ ব্যবহারের মাধ্যমে অনলাইনে জুয়ার ওয়েবসাইটে অবৈধভাবে জুয়া পরিচালনা করেন। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে জুয়ার টাকা লেনদেন এবং বিভিন্নজনকে অনলাইন জুয়া খেলার জন্য উৎসাহিত করে টাকা/ডলারের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করাতেন। যাতে অনেক সাধারণ লোক সর্বশান্ত হয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।