নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৯০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মামলার পাশাপাশি বিপুল সংখ্যক যানবাহন ডাম্পিং ও রেকার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৫টি বাস, ১০টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৩টি ট্রাক, ১৭টি ক্যাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২২৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৮টি বাস, ৭৭টি ট্রাক, ৮২টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ৩০৬টি মোটরসাইকেলসহ মোট ৭১৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৩টি বাস, ৩১টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ৪০৪টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ৬টি ট্রাক, ১১টি ক্যাভার্র্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৩১৮টি গাড়ি ডাম্পিং ও ১৭২টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 
























