নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মধুবাগের মিরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. তুষার মিয়া (২৫) নামের একজন ইন্টারনেট সংযোগকারী কর্মী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে হাতিরঝিল থানাধীন মধুবাগের মিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তুষারের বরাত দিয়ে হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, তুষার একটি ইন্টারনেট কোম্পানিতে লাইনম্যান হিসেবে কাজ করতেন। বিকাল সাড়ে ৩টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে মিরবাগ এলাকায় ২/৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে আহত করে। তুষারের কাছে ১৩ হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা তা নিয়ে পালিয়ে গেছে।
পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তুষারকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 























