রাঙামাটি জেলা প্রতিনিধি :
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়ায় বজ্রপাতে নিক্কন তনচংগ্যা (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নিক্কন তঞ্চঙ্গ্যা উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইনপাড়া এলাকার মুচুল্লাহ তঞ্চঙ্গ্যার ছেলে। নিক্কন তঞ্চঙ্গ্যা রাজস্থলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জাকির হোসেন বলেন, বুধবার রাতে বৃষ্টি হওয়ার সময় নিক্কন তঞ্চঙ্গ্যা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার ওপর বজ্রপাত হলে তিনি মারা যান। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে নিক্কন তঞ্চঙ্গ্যার মরদেহ সৎকার করা হবে বলে নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।