বলিউডের নায়িকারা এখন মালদ্বীপে অবসর সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে কেউ কেউ হানিমুনেও গেছেন সেখানে। এর সাথে যোগ হয়েছেন সুশান্তের নায়িকা রাকুল প্রীত সিং।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই বলিউড তোলপাড় ড্রাগস মামলা নিয়ে। আর সেই মামলায় নাম লিখিয়ে ফেলেছিলেন সুন্দরী নায়িকা রাকুল প্রীত সিংও।

তবে সেই মামলায় আপাতত ইতি। মামলার সমস্ত জাল কাটিয়ে রাকুল এখন মলদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত ! আর সেই ছুটি কাটানোর ছবিই এখন সুপারহিট সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : সিরিয়ালের নায়িকা তৃণাকেই বিয়ে করছেন নীল ভট্টাচার্য
শুধু তাই নয়, নিজেকে ফিট রাখার জন্য সমু্দ্েরর পাড়েই যোগাসনে মেতে উঠলেন রাকুল প্রীত। নিজেকে ফিট রাখার জন্য সমু্দ্েরর পাড়েই যোগাসনে মেতে উঠলেন রাকুল প্রীত ৷
মালদ্বীপের সমুদ্রের পাড়ে বিকিনি পরে সান বাথ নিতে দেখা গিয়েছে রাকুলকে। সেই ছবি পোস্ট করে রাকুল লিখলেন, ভিটামিন ডি-এর জন্যই এই সান বাথ।