আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে নারী-পরিচালিত একটি রেডিও স্টেশন (বেতারকেন্দ্র) বন্ধ করে দিয়েছে তালিবান। তাদের বিরুদ্ধে অভিযোগ, রমজানে এই রেডিওতে গান বাজানো হয়েছিল।
রেডিও স্টেশনটির নাম সাদাই বানোয়ান। দারি ভাষায় এর অর্থ নারীর কণ্ঠ। এটি আফগানিস্তানে একমাত্র রেডিও স্টেশন, যেটি নারীরা পরিচালনা করেন। আটজন কর্মীর ছয়জনই নারী।
বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মইয়েজুদ্দিন আহমাদি বলেন, রেডিও স্টেশনটি আইন ও নিয়ম লঙ্ঘন করেছিল। রমজান চলাকালে তারা গান বাজিয়েছিল।
তিনি বলেন, রেডিও স্টেশনটি যদি ইসলামিক আমিরাত অব আফফানিস্তানের নিয়ম নীতি মেনে নেয় এবং যদি এই নিশ্চয়তা দেয় যে, তারা আর এটি করবে না, তবে রেডিওটি পুনরায় চালুর অনুমতি দেওয়া হবে।
রেডিও স্টেশনের প্রধান নাজিয়া সরশ নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটি একটি ষড়যন্ত্র। তালিবান আমাদের বলেছিল, তোমরা গান বাজিয়েছো। আমরা কোনো গান বাজাইনি।
এর আগে, আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষার পথ বন্ধ করতে ফতোয়া জারি করে তালেবান।
১০ বছর আগে আফগানিস্তানে পথচলা শুরু করেছিল সদাই বনোয়ান নামের রেডিওটি। যার অর্থ নারীদের কণ্ঠ। সদাই বনোয়ান আফগানিস্তানের নারী পরিচালিত একমাত্র রেডিও স্টেশন। সেখানকার আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী।
গত বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভাইস অ্যান্ড ভার্চু অধিদপ্তরের প্রতিনিধিরা রেডিও স্টেশনে এসে এটি বন্ধ করে দেন। তবেস্টেশন কর্মীরা ভাইস এবং ভার্চু দপ্তরের সাথে যোগাযোগ করেছেন তবে সেখানকার কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে স্টেশনটি বন্ধের বিষয়ে আর কোনও অতিরিক্ত তথ্য নেই।
২০২১ সালের আগস্টে দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর থেকেই আফগান নারীদের কোণঠাসা করে রেখেছে তালেবান সরকার। নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ থেকে শুরু করে এনজিওতে কাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা।