আন্তর্জাতিক ডেস্ক :
রমজানে কেউ বারবার ওমারহ পালন করতে পারবে না। অর্থাৎ এই সময়ে একজনে একবারই ওমরাহ করার অনুমোদন পাবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এ পবিত্র মাসে যারা ওমরাহ পালন করতে চান, তারা যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে তা পালন করতে পারেন তার জন্য এমন পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। সকল হজযাত্রীদের জন্যই এমন নিয়ম প্রয়োগ করা হবে। যাতে করে সবাই সুষ্ঠুভাবে হজ পালন করতে পারে এবং কেউ যেন এ ধর্মীয় অনুষ্ঠান পালন থেকে বঞ্চিত না হন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রলায় জানিয়েছে, ওমরাহ পালনের জন্য নুসুক অ্যাপ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া একটি নির্দিষ্ট সময়ের জন্য হজযাত্রীরা পবিত্র স্থানে অবস্থান করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ পালনের জন্য নির্ধারিত তারিখ সংশোধন করার কোনো সুযোগ নেই। তবে হজযাত্রীরা চাইলে নুসুক অ্যাপের মাধ্যমে তাদের জন্য নির্ধারিত তারিখ মুছে ফেলতে পারেন। তারপর তারা একটি নতুন তারিখ পাওয়ার জন্য আবেদন করবেন।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রলায় আরও বলেছে, হজযাত্রীদের জন্য নির্ধারিত তারিখ পর্যায়ক্রমে আপডেট করা হয়। এ কারণে, হজযাত্রীরা যদি ওমরাহ পালনের জন্য কোনো একটি নির্দিষ্ট তারিখ খুঁজে না পান, তবে তারা অন্য একটি তারিখে তাদের ওমরাহ পালন করতে পারবেন। সূত্র : সৌদি গেজেট।