Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যেসব ক্রিকেটারের বাসা ঢাকায় হোটেল ছাড়ার অনুরোধ রাজশাহীর!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। লিগ পর্বে ৬ ম্যাচে জয় পাওয়া দলটির এখনও প্লে অফে খেলার সুযোগ আছে। তবে নানা কাণ্ডে এই কয়দিন খেলোয়াড়দের হোটেলে রাখতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। মালিকপক্ষ থেকে বলা হয়েছে ঢাকায় বসবাস করা ক্রিকেটারদের হোটেল ছেড়ে দিতে। বেশ কয়েকজন ক্রিকেটার বাংলা ট্রিবিউনকে এমনটাই জানিয়েছেন। যদিও মালিকপক্ষ থেকে বলা হয়, ক্রিকেটারদের চাওয়াতেই আপাতত কয়দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। যারা হোটেলে থাকবেন, তারাও ছুটি কাটাবেন!

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে, খেলোয়াড়দের অনুরোধে তাদের ৩ দিন ছুটি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকার ক্রিকেটাররা তিনদিনের ছুটির জন্য অনুরোধ করেছেন। তার ভিত্তিতেই রাজশাহী ছুটি মঞ্জুর করে। ঢাকার বাইরের ক্রিকেটাররা ছুটি কাটালেও তারা হোটেলেই থাকবেন। কোচিং স্টাফদের সঙ্গে হোটেলেই ছুটি কাটাবেন তারা।

বিজ্ঞপ্তিতে এভাবে বলা হলেও ঢাকার ক্রিকেটারদের স্পষ্ট করে মেসেজ দিয়েছেন মালিকপক্ষ। এক ক্রিকেটারকে ম্যাসেজ দেওয়া হয়েছে এভাবে, আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যারা ঢাকার বাইরে থাকেন, তারা এই হোটেলে অবস্থান করবেন এবং যারা ঢাকায় নিজেদের বাড়িতে থাকেন, তাদের আজ চেক আউট করার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী চেক-ইন হবে পহেলা ফেব্রুয়ারি।

পুরো টুর্নামেন্ট জুড়েই একের পর এক বিতর্ক তৈরি করেছে রাজশাহী। চট্টগ্রাম পর্ব থেকে পারিশ্রমিক জটিলতা শুরু। টাকা না পেয়ে অনুশীলন বয়কট করেন রাজশাহীর ক্রিকেটাররা। এরপর বিসিবি সভাপতির মধ্যস্থতায় ২৫ শতাংশ পারিশ্রমিক পাওয়ার পর তারা মাঠে নামেন। এসবের মধ্যেই হোটেল ভাড়া নিয়ে জটিলতায় পড়ে রাজশাহী। রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে সবাই দাবি তোলেন, টাকা না পেলে তারা মাঠে নামবেন না। মালিকপক্ষ তাদের হাতে চেক তুলে দেয়। তবে ওই ম্যাচে বিদেশি ক্রিকেটাররা কেউই মাঠে নামেননি। এদিন, স্থানীয় ক্রিকেটাররা চেক পেলেও সেই চেক বাউন্স করে।

পয়েন্ট টেবিলে এই মুহূর্তে রাজশাহীর অবস্থান তৃতীয় স্থানে। যদিও দলটির প্লে-অফ খেলা নির্ভর করছে বেশ কয়েকটি দলের জয় পরাজয়ের ওপর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যেসব ক্রিকেটারের বাসা ঢাকায় হোটেল ছাড়ার অনুরোধ রাজশাহীর!

প্রকাশের সময় : ০৩:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। লিগ পর্বে ৬ ম্যাচে জয় পাওয়া দলটির এখনও প্লে অফে খেলার সুযোগ আছে। তবে নানা কাণ্ডে এই কয়দিন খেলোয়াড়দের হোটেলে রাখতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। মালিকপক্ষ থেকে বলা হয়েছে ঢাকায় বসবাস করা ক্রিকেটারদের হোটেল ছেড়ে দিতে। বেশ কয়েকজন ক্রিকেটার বাংলা ট্রিবিউনকে এমনটাই জানিয়েছেন। যদিও মালিকপক্ষ থেকে বলা হয়, ক্রিকেটারদের চাওয়াতেই আপাতত কয়দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। যারা হোটেলে থাকবেন, তারাও ছুটি কাটাবেন!

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে, খেলোয়াড়দের অনুরোধে তাদের ৩ দিন ছুটি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকার ক্রিকেটাররা তিনদিনের ছুটির জন্য অনুরোধ করেছেন। তার ভিত্তিতেই রাজশাহী ছুটি মঞ্জুর করে। ঢাকার বাইরের ক্রিকেটাররা ছুটি কাটালেও তারা হোটেলেই থাকবেন। কোচিং স্টাফদের সঙ্গে হোটেলেই ছুটি কাটাবেন তারা।

বিজ্ঞপ্তিতে এভাবে বলা হলেও ঢাকার ক্রিকেটারদের স্পষ্ট করে মেসেজ দিয়েছেন মালিকপক্ষ। এক ক্রিকেটারকে ম্যাসেজ দেওয়া হয়েছে এভাবে, আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যারা ঢাকার বাইরে থাকেন, তারা এই হোটেলে অবস্থান করবেন এবং যারা ঢাকায় নিজেদের বাড়িতে থাকেন, তাদের আজ চেক আউট করার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী চেক-ইন হবে পহেলা ফেব্রুয়ারি।

পুরো টুর্নামেন্ট জুড়েই একের পর এক বিতর্ক তৈরি করেছে রাজশাহী। চট্টগ্রাম পর্ব থেকে পারিশ্রমিক জটিলতা শুরু। টাকা না পেয়ে অনুশীলন বয়কট করেন রাজশাহীর ক্রিকেটাররা। এরপর বিসিবি সভাপতির মধ্যস্থতায় ২৫ শতাংশ পারিশ্রমিক পাওয়ার পর তারা মাঠে নামেন। এসবের মধ্যেই হোটেল ভাড়া নিয়ে জটিলতায় পড়ে রাজশাহী। রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে সবাই দাবি তোলেন, টাকা না পেলে তারা মাঠে নামবেন না। মালিকপক্ষ তাদের হাতে চেক তুলে দেয়। তবে ওই ম্যাচে বিদেশি ক্রিকেটাররা কেউই মাঠে নামেননি। এদিন, স্থানীয় ক্রিকেটাররা চেক পেলেও সেই চেক বাউন্স করে।

পয়েন্ট টেবিলে এই মুহূর্তে রাজশাহীর অবস্থান তৃতীয় স্থানে। যদিও দলটির প্লে-অফ খেলা নির্ভর করছে বেশ কয়েকটি দলের জয় পরাজয়ের ওপর।