নিজস্ব প্রতিবেদক :
ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতিকে বাইরে রেখে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, যেখানে কম দামে পণ্য পাওয়া যায়, সেখান থেকেই সরকার আমদানি করে।
রোববার (৪ জানুয়ারি) খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দেশের খাদ্য মজুদ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। এ সময় খাদ্য সচিব ফিরোজ সরকার ও খাদ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলী ইমাম মজুমদার বলেন, গত বছর সরকার গঠন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল, এ বছর খাদ্যের মজুদ সবচেয়ে বেশি, আশা করছি চালের দাম বাড়বে না।
খাদ্য উপদেষ্টা বলেন, আলী ইমাম মজুমদার বলেন, ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশে চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টনে। গত ছয় বছরের মধ্যে এবারই খাদ্যশস্যের মজুদ সবচেয়ে বেশি। আগামী বোরো মৌসুমেও প্রচুর ধান চাল সংগ্রহ করা হবে। চলতি আমন মৌসুমের সংগ্রহের হার ভালো।
খাদ্য উপদেষ্টা বলেন, চলতি আমন সংগ্রহ অভিযান এখনও চলমান রয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ করা সম্ভব হয়েছে। এর ফলে দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে।
তিনি জানান, সরকারের সব খাদ্য বিতরণ কর্মসূচি নিয়মিত ও সচল রয়েছে। ভবিষ্যতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
খাদ্য উপদেষ্টা বলেন, ‘গত ৫ বছরে তুলনায় এ বছর খাদ্যশস্য মজুত সবচেয়ে বেশি।’
ভারত থেকে চাল আমদানি প্রসঙ্গে বলেন, ‘ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক রয়েছে। এতে কোন রাজনৈতিক ইস্যু নেই। আমরা আমদানিতে কোন রাজনৈতিক ইস্যু দেখছিনা।’
নিজস্ব প্রতিবেদক 























