আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭৩ যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় ছিল আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট। হঠাৎ বিকট শব্দ হয় এবং বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। এতে প্লেনটি থেকে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়।
শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
জানা যায়, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। কিন্তু সেটি রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করার সময় হঠাৎ সমস্যার মুখে পড়ে। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটিতে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে বের হয়ে আসছেন এবং প্লেনের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।
আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, প্লেনটি উড্ডয়নের আগে একটি চাকার সঙ্গে সম্পর্কিত যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। সেটি পরিদর্শনের জন্য বাইরে রাখা হয়েছে।
বিকেলে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা প্লেনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, ওই ফ্লাইটের যাত্রীরা একইদিন সন্ধ্যায় বিকল্প একটি প্লেনে করে মিয়ামি যাত্রা করবেন।
ঘটনার কারণে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাত পর্যন্ত অন্তত ৩০৬টি ফ্লাইট বিলম্বিত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর ২টা থেকে ৩টার মধ্যে সব আগত ফ্লাইটের জন্য একটি সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল। বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এর আগে, গত মার্চ মাসে আমেরিকান এয়ারলাইনসের আরেকটি প্লেন ইঞ্জিন-সংক্রান্ত ত্রুটির কারণে ডেনভারে জরুরি অবতরণ করেছিল।