Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউএস-মেক্সিকো সীমান্তে কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) স্টার কাউন্টির ছোট শহর লা গ্রুলার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

কাউন্টির শীর্ষ স্থানীয় কর্মকর্তা স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানিয়েছেন, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে তিন জন নিহত হয়েছেন। আর অপর একজনের অবস্থা গুরুতর। বোর্ডে থাকা ওই চারজনের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ ছিলেন।

এপি জানিয়েছে, সীমান্ত টহল মুখপাত্রকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি।

লা গ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন কাস্টমস এবং বর্ডার প্রোটেকশনকে জিজ্ঞাসা করতে বলেন।

জানুয়ারিতে, মেক্সিকো রাজ্যের সীমান্তে টহলরত এর আগে, টেক্সাসের জননিরাপত্তা বিভাগের একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিধ্বস্ত হয়। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কো-পাইলট হাতে সামান্য আঘাত পান বলে জানা যায় এবং হেলিকপ্টারটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

প্রকাশের সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউএস-মেক্সিকো সীমান্তে কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) স্টার কাউন্টির ছোট শহর লা গ্রুলার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

কাউন্টির শীর্ষ স্থানীয় কর্মকর্তা স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানিয়েছেন, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে তিন জন নিহত হয়েছেন। আর অপর একজনের অবস্থা গুরুতর। বোর্ডে থাকা ওই চারজনের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ ছিলেন।

এপি জানিয়েছে, সীমান্ত টহল মুখপাত্রকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি।

লা গ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন কাস্টমস এবং বর্ডার প্রোটেকশনকে জিজ্ঞাসা করতে বলেন।

জানুয়ারিতে, মেক্সিকো রাজ্যের সীমান্তে টহলরত এর আগে, টেক্সাসের জননিরাপত্তা বিভাগের একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিধ্বস্ত হয়। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কো-পাইলট হাতে সামান্য আঘাত পান বলে জানা যায় এবং হেলিকপ্টারটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।