Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন।

দেশটির স্থানীয় সময় বুধবার (৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে।

লাস ভেগাসের পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, নেভাদা বিশ্ববিদ্যালয় (ইউএনএলভি) ক্যাম্পাসে বুধবার পৌনে বারোটার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওই সময় ঘটনাস্থলে ছুটে যায় ক্যাম্পাস ও স্থানীয় পুলিশ। বন্দুকযুদ্ধে সন্দেহভাজন নিহত হয়েছে।

স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে বিশ্ববিদ্যালয়টি হামলার বিষয়ে টুইট করে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ক্যাম্পাস এলাকাটিতে বর্তমানে কোনো হুমকি নেই। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ অন্যান্য শাখাগুলো একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেছেন, ‘অতিরিক্ত কোনো হুমকি নেই’ তা নিশ্চিত করার জন্য কর্মকর্তারা এলাকাজুড়ে অভিযান চালাচ্ছেন।

ঘটনার সময় ডেস্কের নিচে লুকিয়ে থাকা নেভাদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেভানি মার্টিন বলেন, পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। ছাত্র-ছাত্রীদেরকে রক্ষা করার চেষ্টা করেছি। পরিবেশ এমন ছিল যে ভয়ে চিৎকারও করতে পারিনি। দ্বিতীয়বার এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়েছেন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩

প্রকাশের সময় : ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন।

দেশটির স্থানীয় সময় বুধবার (৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে।

লাস ভেগাসের পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, নেভাদা বিশ্ববিদ্যালয় (ইউএনএলভি) ক্যাম্পাসে বুধবার পৌনে বারোটার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওই সময় ঘটনাস্থলে ছুটে যায় ক্যাম্পাস ও স্থানীয় পুলিশ। বন্দুকযুদ্ধে সন্দেহভাজন নিহত হয়েছে।

স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে বিশ্ববিদ্যালয়টি হামলার বিষয়ে টুইট করে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ক্যাম্পাস এলাকাটিতে বর্তমানে কোনো হুমকি নেই। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ অন্যান্য শাখাগুলো একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেছেন, ‘অতিরিক্ত কোনো হুমকি নেই’ তা নিশ্চিত করার জন্য কর্মকর্তারা এলাকাজুড়ে অভিযান চালাচ্ছেন।

ঘটনার সময় ডেস্কের নিচে লুকিয়ে থাকা নেভাদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেভানি মার্টিন বলেন, পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। ছাত্র-ছাত্রীদেরকে রক্ষা করার চেষ্টা করেছি। পরিবেশ এমন ছিল যে ভয়ে চিৎকারও করতে পারিনি। দ্বিতীয়বার এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়েছেন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।