স্পোর্টস ডেস্ক :
পিএসজি ছাড়ার পর জাতীয় দলের জার্সিতে একটি প্রীতি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এরপর বেশ কয়েক দিন পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। জুনের দ্বিতীয় সপ্তাহে ইউরোপ ছেড়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এরপরই যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে সুবাতাস বইতে থাকে। মায়ামির সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়তে থাকে। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার নতুন ক্লাবের জার্সিতে তার মাঠে নামার পালা।
বাহামা দ্বীপপুঞ্জে ছুটি কাটানোর পর মঙ্গলবার (১১ জুলাই) সপরিবারের যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি। এরপর আগামী রোববার তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ইন্টার মায়ামি। যেখানে ক্লাব ফুটবলে নিজের নতুন অধ্যায় শুরু করবেন মেসি। তার পরিচিতি অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘দ্য আনভেইল’। ডিআরভি পিএনকে স্টেডিয়ামের এই অনুষ্ঠান বিমামূল্যে উপভোগ করতে পারবেন ক্লাবের মৌসুমের টিকিটধারীরা।
যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরার আগে আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। যেখানে তিনি জানিয়েছেন, ইউরোপের শীর্ষ লিগ ছেড়ে দ্বিতীয় সারির লিগে নাম লেখানো নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না। বরং নতুন ক্লাবকে নিজের সর্বস্ব উজাড় করে দিতে চান তিনি। যদিও ইন্টার মায়ামি লিগে টানা ১০ ম্যাচ ধরে জয়ের মুখ দেখেনি।
???????? Miami is ready for Leo Messi pic.twitter.com/qBfB3UOq9v
— 433 (@433) July 11, 2023
আর্জেন্টাইন টিভি শো ‘লাভে আ লা এতারনিদাদ’-এ ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, আমার মানসিকতায় কোনো পরিবর্তন আসবে না এবং আমি চেষ্টা করতে চাই। আমি যেখানেই থাকি না কেন, আমি আমার নিজের ও ক্লাবের জন্য সেরাটা উজাড় করে দেবো এবং সর্বোচ্চ পর্যায় পারফর্ম করে যাবো।
সপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে মেসি বলেন, আমরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে খুশি। নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে আমি প্রস্তুত এবং এর অপেক্ষায় আছি।
এদিকে ইন্টার মায়ামি ১৬ জুলাই একটি জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্বসেরা ফুটবলারকে বরণ করে নিতে প্রস্তুত হয়েছে। সে হিসেবে সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্ত-সমর্থকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। মেসিকে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে এদিন পরিচয় করিয়ে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
LIONEL MESSI HAS ARRIVED IN SOUTH FLORIDA TO MAKE HIS INTER MIAMI MOVE OFFICIAL ☀️
(via @SC_ESPN) pic.twitter.com/lgpKN3XeGN
— ESPN FC (@ESPNFC) July 11, 2023
ইন্টার মায়ামির জার্সিতে মেসির সম্ভাব্য অভিষেক হতে পারে আগামী ২১ জুলাই, ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির ঘরের মাঠেই। আরও একটি সম্ভাব্য তারিখ হচ্ছে ২৫ জুলাই। সেদিন একই মাঠে মেক্সিকান ক্লাব আতলান্তা ইউনাইটেডের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে মায়ামির কোচ হিসেবে যাত্রা শুরু হতে পারে জেরার্দো মার্তিনোর।
মেসি মায়ামিতে যোগ দেয়ার ঘোষণার পর দলটির হয়ে তার সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে যায়। যে টিকিটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়ায় ৩২৯ ডলারে (৩৫৪৫৪ টাকা)। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক এই তথ্য জানিয়েছিল।
মেসির অভিষেকের আগে স্বস্তিতে নেই ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে একদম তলানিতে অবস্থান করছে ক্লাবটি। ১৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৫তম স্থানে।