ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
যারা সংবিধান মানে না, তাদের বাংলাদেশি নাগরিক বলা ঠিক না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার (১৪ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতারা অনেক কিছুই বলবেন। আওয়মী লীগ সংবিধান মেনে চলে। কারণ লাখো শহীদের রক্তে স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু এ সংবিধান দিয়েছেন। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। আর যারা সংবিধান মানে না, আমার মনে হয়, নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করা তাদের ঠিক না।
আনিসুল হক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি। তার কারণ হচ্ছে, ৩০ লাখ শহিদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধান দিয়েছেন। এই সংবিধান মেনেই নির্বাচন করব।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনা দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য। তাঁর নেতৃত্বে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমরা ইনশাআল্লাহ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব। সেই যাত্রায় আপনারা সবাই সহযাত্রী হবেন।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল প্রমুখ।