সিলেট জেলা প্রতিনিধি :
সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যারা ভোট বর্জনের ডাক দিচ্ছে তারা সংখ্যায় নগণ্য। তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট নিয়ে গুজব ছড়াচ্ছে। যারা বর্জনের ডাক দিয়েছে তারাও চুপিচুপি এসে নির্বাচনের দিন ভোট দেবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে নগরের আম্বরখানা এলাকায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে ভোটারদের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে। ভোটারদের ভয়ের কোনো কারণ নেই। সরকার ও নির্বাচন কমিশন ভোটারদের নিরাপত্তার জন্য সচেষ্ট আছে।
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা থাকবে শতভাগ। কোনো ভয়-আতঙ্ক নেই। যারা ভোট বর্জনের কথা বলছে, তাদের পরিমাণ নগণ্য। তারা শুধু টেলিভিশনে আর মিডিয়াতে। আর কোথাও তারা নেই।
বিএনপির দিকে ইঙ্গিত করে ড. মোমেন বলেন, কিছু লোক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কয়দিন পরপর প্রোপাগান্ডা শোনেন। একেকটা কাহিনি কয়দিন পরপর বের হয়। এগুলো একেবারে ভুয়া। এসব নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত সিপিডিতে যারা আছেন তাদের অনেকেই রাশান ইকোনোমিস্ট। তারা ঘরে বসে অঙ্ক কষে আজগুবি নাম্বার বের করেছে, বাহবা পাওয়ার জন্য। সিপিডির কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে, সরকার তা গ্রহণ করবে।
ড. মোমেন বলেন, ওরা (সিপিডি) একেক সময় একেক ধরনের গল্প বলে এবং ছড়ায়। দেশটাকে ধ্বংসের জন্য উনারা কিছু কাজ করেন। তবে তাদের কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে সরকার সেটা গ্রহণ করবে।
সিপিডির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, রাশিয়ার মতো বড় দেশের ১৯ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।
এ সময় গার্মেন্টসকর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ টেনে ধরে সিপিডির সমালোচনা করে ড. মোমেন বলেন, তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।