Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যানবাহনের চাপ নেই পাটুরিয়ায়, স্বস্তিতে ঈদযাত্রা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

প্রিয়জনদের সাথে ঈদ করতে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। তবে এবার মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তি যাত্রী ও যানবাহনের চাপ নেই। যাত্রীবাহী বাস ও সাধারণ যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করলেও ঘাট এলাকায় নেই কোনো ভোগান্তি। যার ফলে ঘরমুখো মানুষ স্বস্তিতে পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকেই যানবাহনের তেমন চাপ নেই পাটুরিয়া ঘাট পয়েন্টে তবে কাটা গাড়ির যাত্রীর পার হচ্ছে ফেরিতে করে। যাত্রীবাহী পরিবহন না থাকায় অপেক্ষাকৃত অন্য যানবাহনগুলোকে পার করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারের জন্য ১৭টি ফেরি নিয়োজিত আছে এবং বাকি ফেরিগুলো অলস সময় পার করছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, বুধবার সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের দিকে ৫৭৭টি বাস, ৮৬২টি ট্রাক, ১ হাজার ৫৩১টি ছোট গাড়ি ও আড়াই হাজার মোটরসাইকেল পার করা হয়েছে। মোট ৫ হাজার চারশ ৭০টি যানবাহন পার করতে ফেরিগুলোকে ২০০টি ট্রিপ দিতে হয়েছে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলে বাড়তি চাপ নেই বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০ টি লঞ্চ চলাচল করছে। এখন পর্যন্ত এ নৌরুটে যাত্রীদের বাড়তি চাপ পড়েনি।

(বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি চলাচল করায় এ নৌরুটে ভোগান্তি নেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

যানবাহনের চাপ নেই পাটুরিয়ায়, স্বস্তিতে ঈদযাত্রা

প্রকাশের সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

প্রিয়জনদের সাথে ঈদ করতে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। তবে এবার মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তি যাত্রী ও যানবাহনের চাপ নেই। যাত্রীবাহী বাস ও সাধারণ যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করলেও ঘাট এলাকায় নেই কোনো ভোগান্তি। যার ফলে ঘরমুখো মানুষ স্বস্তিতে পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকেই যানবাহনের তেমন চাপ নেই পাটুরিয়া ঘাট পয়েন্টে তবে কাটা গাড়ির যাত্রীর পার হচ্ছে ফেরিতে করে। যাত্রীবাহী পরিবহন না থাকায় অপেক্ষাকৃত অন্য যানবাহনগুলোকে পার করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারের জন্য ১৭টি ফেরি নিয়োজিত আছে এবং বাকি ফেরিগুলো অলস সময় পার করছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, বুধবার সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের দিকে ৫৭৭টি বাস, ৮৬২টি ট্রাক, ১ হাজার ৫৩১টি ছোট গাড়ি ও আড়াই হাজার মোটরসাইকেল পার করা হয়েছে। মোট ৫ হাজার চারশ ৭০টি যানবাহন পার করতে ফেরিগুলোকে ২০০টি ট্রিপ দিতে হয়েছে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলে বাড়তি চাপ নেই বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০ টি লঞ্চ চলাচল করছে। এখন পর্যন্ত এ নৌরুটে যাত্রীদের বাড়তি চাপ পড়েনি।

(বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি চলাচল করায় এ নৌরুটে ভোগান্তি নেই।