নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় আসিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। ওই বার্তায় জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ৭টা ১০ মিনিটে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানাতে পারেনি। হতাহতের খবরও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় পর দিন ২৯ অক্টোবর বিএনপি-জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় দল দুটি। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেফতারও হন।