Dhaka শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

যশোর জেলা প্রতিনিধি : 

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে ট্রেনে কাটা পড়ে চাচা-ভাতিজা নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদরের ধোপাখোলা বাউলকান্দা এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ওই ঘটনা ঘটেছে।

যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মৃতরা হলেন- ধোপাখোলা এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও একই এলাকার মনিরুল ইসলামের ১৬ মাসের ছেলে মোহাম্মদ ইউসুফ। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

যশোর রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান জানিয়েছেন, যশোর সদরের ধোপাখোলা বাউলকান্দা এলাকায় বেনাপোল টু যশোর রেললাইনের পাশে নিহতের বাড়ি। দুপুর ১২টার দিকে রেললাইনের পাশে ইউসুফ নামে ১৬ মাস বয়সি শিশু খেলা করছিল। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এসে যায়। ছোট্ট শিশুকে তার চাচা আমিরুল বাঁচাতে গেলে তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। আর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুলিশ সদর দফতরের ব্যাখ্যা

যশোরে ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

প্রকাশের সময় : ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

যশোর জেলা প্রতিনিধি : 

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে ট্রেনে কাটা পড়ে চাচা-ভাতিজা নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদরের ধোপাখোলা বাউলকান্দা এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ওই ঘটনা ঘটেছে।

যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মৃতরা হলেন- ধোপাখোলা এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও একই এলাকার মনিরুল ইসলামের ১৬ মাসের ছেলে মোহাম্মদ ইউসুফ। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

যশোর রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান জানিয়েছেন, যশোর সদরের ধোপাখোলা বাউলকান্দা এলাকায় বেনাপোল টু যশোর রেললাইনের পাশে নিহতের বাড়ি। দুপুর ১২টার দিকে রেললাইনের পাশে ইউসুফ নামে ১৬ মাস বয়সি শিশু খেলা করছিল। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এসে যায়। ছোট্ট শিশুকে তার চাচা আমিরুল বাঁচাতে গেলে তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। আর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।