Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যতদিন ডেভিল থাকবে, ততদিন অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই আমরা সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছি। যতদিন ডেভিল থাকবে, ততদিন এই অভিযান চলবে। এক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন বলে প্রত্যাশা রাখছি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত চতুর্থ কার্য-অধিবেশন শেষে তিনিসাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সব থেকে বড় সমস্যা হলো দুর্নীতি, দেশের সব পর্যায় থেকে দুর্নীতি কমিয়ে আনতে ডিসিদের (জেলা প্রশাসক) সাহায্য-সহযোগিতা চাওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের বড় আশা হলো দেশ থেকে দুর্নীতি কমানো। দুর্নীতি না কমাতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা সব পর্যায় থেকে কমিয়ে আনতে হবে, এজন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাই।

তিনি বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফেক্টরি (সন্তোষজনক)। কিন্তু এটাকে আরও উন্নতির অবকাশ রয়েছে। আস্তে আস্তে এটি উন্নতির দিকে যাচ্ছে।

পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়া এবং এসপি ও ওসিদের এসআর লেখার প্রস্তাব করেছিলেন ডিসিরা। এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ আলোচনার সময় ছিল খুব কম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরও উন্নতি করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। তারা সীমান্ত এলাকায় বিজিবি বাড়ানোর জন্য বলেছেন। নৌ পুলিশ বাড়ানোর জন্য বলেছেন। গাজীপুরে জনবল বাড়ানোর কথা বলেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশেও জনবল বাড়াতে বলেছেন।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডিসিদের (জেলা প্রশাসক) সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে বিজিবি এবং নৌপুলিশ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। কীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা যায়, এ বিষয়ে আমরা পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছি। এখন যে অবস্থায় আছে, অবশ্যই এর থেকে উন্নতি ঘটাতে হবে।

তিনি বলেন, জেলা প্রশাসকরা আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি বৃদ্ধির কথা বলেছেন। নৌপুলিশ বৃদ্ধির বিষয়ে কথা বলেছেন। তারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির কথা বলেছেন। গাজীপুরের ডিসির পক্ষ থেকে জিএমপিতে জনবল বাড়ানোর দাবি জানানো হয়েছে। এ ধরনের বিষয়গুলো নিয়ে আজকের ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে কারাগারে যাওয়া সেই রিকশাচালক জামিন পেলেন

যতদিন ডেভিল থাকবে, ততদিন অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই আমরা সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছি। যতদিন ডেভিল থাকবে, ততদিন এই অভিযান চলবে। এক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন বলে প্রত্যাশা রাখছি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত চতুর্থ কার্য-অধিবেশন শেষে তিনিসাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সব থেকে বড় সমস্যা হলো দুর্নীতি, দেশের সব পর্যায় থেকে দুর্নীতি কমিয়ে আনতে ডিসিদের (জেলা প্রশাসক) সাহায্য-সহযোগিতা চাওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের বড় আশা হলো দেশ থেকে দুর্নীতি কমানো। দুর্নীতি না কমাতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা সব পর্যায় থেকে কমিয়ে আনতে হবে, এজন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাই।

তিনি বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফেক্টরি (সন্তোষজনক)। কিন্তু এটাকে আরও উন্নতির অবকাশ রয়েছে। আস্তে আস্তে এটি উন্নতির দিকে যাচ্ছে।

পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়া এবং এসপি ও ওসিদের এসআর লেখার প্রস্তাব করেছিলেন ডিসিরা। এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ আলোচনার সময় ছিল খুব কম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরও উন্নতি করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। তারা সীমান্ত এলাকায় বিজিবি বাড়ানোর জন্য বলেছেন। নৌ পুলিশ বাড়ানোর জন্য বলেছেন। গাজীপুরে জনবল বাড়ানোর কথা বলেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশেও জনবল বাড়াতে বলেছেন।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডিসিদের (জেলা প্রশাসক) সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে বিজিবি এবং নৌপুলিশ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। কীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা যায়, এ বিষয়ে আমরা পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছি। এখন যে অবস্থায় আছে, অবশ্যই এর থেকে উন্নতি ঘটাতে হবে।

তিনি বলেন, জেলা প্রশাসকরা আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি বৃদ্ধির কথা বলেছেন। নৌপুলিশ বৃদ্ধির বিষয়ে কথা বলেছেন। তারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির কথা বলেছেন। গাজীপুরের ডিসির পক্ষ থেকে জিএমপিতে জনবল বাড়ানোর দাবি জানানো হয়েছে। এ ধরনের বিষয়গুলো নিয়ে আজকের ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।