Dhaka সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাচ হারের সঙ্গে জরিমানাও গুনলেন কোহলি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • ২৩০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

মাঠে মাত্রা ছাড়া কিংবা বুনো উদযাপনের কারণে ‘কুখ্যাতি’আছে বিরাট কোহলির। আইপিএলে তেমন উদযাপনের শাস্তি পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা। সোমবার (১৮ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বিধি বহির্ভুত আচরণ করায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

দিনটা এমনিতেও কোহলিদের ছিল না। চেন্নাইয়ের বিপক্ষে পাহাড় সমান লক্ষ্যের বিপরীতে লড়াই করেও তারা ৮ রানে হেরেছে। আইপিএল কর্তৃপক্ষ অবশ্য বিবৃতিতে শাস্তির বিস্তারিত উল্লেখ করেনি।

এ বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচে আইপিএলের আচরণবিধি ভঙ্গ করায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলিকে তার ম্যাচ ফি-এর ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। কোহলি আইপিএলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২ এর লেভেল-১ ধারার অপরাধ করেছেন।

বিবৃতিতে বিস্তারিত কিছু না জানালেও ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের ইনিংসের সময়। ১৭তম ওভারে মোহাম্মদ সিরাজের হাতে তালুবন্দি হন হাফসেঞ্চুরিয়ান শিভম দুবে। বিস্ফোরক ব্যাটার আউট হতেই কোহলি মাত্রা ছাড়া উদযাপন করে বসেন। অবশ্য কোহলি নিজেও চেন্নাইয়ের বিপক্ষে ব্যাট হাতে ভালো সময় কাটাননি। একটি বাউন্ডারিতে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশ মিশনের চার প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ

ম্যাচ হারের সঙ্গে জরিমানাও গুনলেন কোহলি

প্রকাশের সময় : ০২:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

মাঠে মাত্রা ছাড়া কিংবা বুনো উদযাপনের কারণে ‘কুখ্যাতি’আছে বিরাট কোহলির। আইপিএলে তেমন উদযাপনের শাস্তি পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা। সোমবার (১৮ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বিধি বহির্ভুত আচরণ করায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

দিনটা এমনিতেও কোহলিদের ছিল না। চেন্নাইয়ের বিপক্ষে পাহাড় সমান লক্ষ্যের বিপরীতে লড়াই করেও তারা ৮ রানে হেরেছে। আইপিএল কর্তৃপক্ষ অবশ্য বিবৃতিতে শাস্তির বিস্তারিত উল্লেখ করেনি।

এ বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচে আইপিএলের আচরণবিধি ভঙ্গ করায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলিকে তার ম্যাচ ফি-এর ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। কোহলি আইপিএলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২ এর লেভেল-১ ধারার অপরাধ করেছেন।

বিবৃতিতে বিস্তারিত কিছু না জানালেও ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের ইনিংসের সময়। ১৭তম ওভারে মোহাম্মদ সিরাজের হাতে তালুবন্দি হন হাফসেঞ্চুরিয়ান শিভম দুবে। বিস্ফোরক ব্যাটার আউট হতেই কোহলি মাত্রা ছাড়া উদযাপন করে বসেন। অবশ্য কোহলি নিজেও চেন্নাইয়ের বিপক্ষে ব্যাট হাতে ভালো সময় কাটাননি। একটি বাউন্ডারিতে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরেছেন।