Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাক্সওয়েলকে শাস্তি দিল আইপিএল কর্তৃপক্ষ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ২১৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। জয় পাওয়া ম্যাচেই পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ম্যাক্সওয়েলের নামের পাশে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইপিএলের আচরণবিধি ভঙ্গের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে ঘটে এই কাণ্ড। পরদিন বিবৃতি দিয়ে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, লেভেল-১ ধারা ভেঙেছেন ম্যাক্সওয়েল।

তবে ম্যাক্সওয়েলের অপরাধ কী, সেটা খোলসা করেনি আইপিএল কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার অবশ্য ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।

মুল্লানপুরায় চেন্নাইয়ের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ম্যাক্সওয়েল। ২ বলে ১ রান করে রাভিচান্দ্রান অশ্বিনকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে অফ স্পিনে ১ উইকেট নেন ১১ রান খরচার, ওভার করেন দুটি।

প্রিয়ান্শ আরিয়ার ১০৩ রানের চমৎকার ইনিংস ও শাশাঙ্ক সিংয়ের ৫২ রানের সৌজন্যে ২১৯ রান করে পাঞ্জাব। পরে চেন্নাইকে ২০১ রানে থামিয়ে ১৮ রানের জয় তুলে নেয় তারা।

এবারের আইপিএলে এখনও কিছুই করতে পারেননি ম্যাক্সওয়েল। গুজরাট টাইটান্সের বিপক্ষে শূন্য রানে আসর শুরু করেন তিনি। লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাটিংয়ে নামাতে হয়নি তার। পরে রাজস্থান রয়্যালস ম্যাচে ২১ বলে করেন ৩০ রান।

আর বল হাতে চার ম্যাচে তিনটি উইকেট নিতে পারেন ম্যাক্সওয়েল। তার বাজে সময়ে দল হিসেবে ভালো করছে পাঞ্জাব। চার ম্যাচের তিনটিই জিতেছে তারা।

পাঞ্জাবের পরের ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ম্যাক্সওয়েলকে শাস্তি দিল আইপিএল কর্তৃপক্ষ

প্রকাশের সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। জয় পাওয়া ম্যাচেই পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ম্যাক্সওয়েলের নামের পাশে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইপিএলের আচরণবিধি ভঙ্গের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে ঘটে এই কাণ্ড। পরদিন বিবৃতি দিয়ে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, লেভেল-১ ধারা ভেঙেছেন ম্যাক্সওয়েল।

তবে ম্যাক্সওয়েলের অপরাধ কী, সেটা খোলসা করেনি আইপিএল কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার অবশ্য ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।

মুল্লানপুরায় চেন্নাইয়ের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ম্যাক্সওয়েল। ২ বলে ১ রান করে রাভিচান্দ্রান অশ্বিনকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে অফ স্পিনে ১ উইকেট নেন ১১ রান খরচার, ওভার করেন দুটি।

প্রিয়ান্শ আরিয়ার ১০৩ রানের চমৎকার ইনিংস ও শাশাঙ্ক সিংয়ের ৫২ রানের সৌজন্যে ২১৯ রান করে পাঞ্জাব। পরে চেন্নাইকে ২০১ রানে থামিয়ে ১৮ রানের জয় তুলে নেয় তারা।

এবারের আইপিএলে এখনও কিছুই করতে পারেননি ম্যাক্সওয়েল। গুজরাট টাইটান্সের বিপক্ষে শূন্য রানে আসর শুরু করেন তিনি। লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাটিংয়ে নামাতে হয়নি তার। পরে রাজস্থান রয়্যালস ম্যাচে ২১ বলে করেন ৩০ রান।

আর বল হাতে চার ম্যাচে তিনটি উইকেট নিতে পারেন ম্যাক্সওয়েল। তার বাজে সময়ে দল হিসেবে ভালো করছে পাঞ্জাব। চার ম্যাচের তিনটিই জিতেছে তারা।

পাঞ্জাবের পরের ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।