Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 

মৌলভীবাজার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়া (৩৮) নিহত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া (৩৫) মৌলভীবাজার জেলা বারের আইনজীবী ও মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের খিদুর রোডের মো. জহিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মৌলভীবাজার মডেল থানা পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, নিহত আইনজীবী সুজন দোকানে বসে ফুসকা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন এসে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় মৌলভীবাজারে এক নাম্বার বারের সামনে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে আইনজীবী মুজিবুর রহমান বলেন, সুজনকে গতকাল রাতে কয়েকজন দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার আইনজীবীদের আদালত বর্জনের সিদ্ধান্ত দেয় মৌলভীবাজার আইনজীবী সমিতি।

জেলা বারের সদস্য আইনজীবী জাহেদুল হক কচি বলেন, আমরা আমাদের এক তরুণ প্রতিভাবান সহকর্মীকে হারিয়েছি। সুজন খুবই অমায়িক এবং প্রতিবাদী মানুষ ছিল। আমরা প্রশাসনের কাছে খুনিদের অতিসত্বর গ্রেপ্তারের দাবি জানাই।

এছাড়া সোমবার মৌলভীবাজার জেলা জজ আদালতে কর্মবিরতী ঘোষণা করা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

প্রকাশের সময় : ০১:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 

মৌলভীবাজার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়া (৩৮) নিহত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া (৩৫) মৌলভীবাজার জেলা বারের আইনজীবী ও মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের খিদুর রোডের মো. জহিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মৌলভীবাজার মডেল থানা পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, নিহত আইনজীবী সুজন দোকানে বসে ফুসকা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন এসে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় মৌলভীবাজারে এক নাম্বার বারের সামনে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে আইনজীবী মুজিবুর রহমান বলেন, সুজনকে গতকাল রাতে কয়েকজন দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার আইনজীবীদের আদালত বর্জনের সিদ্ধান্ত দেয় মৌলভীবাজার আইনজীবী সমিতি।

জেলা বারের সদস্য আইনজীবী জাহেদুল হক কচি বলেন, আমরা আমাদের এক তরুণ প্রতিভাবান সহকর্মীকে হারিয়েছি। সুজন খুবই অমায়িক এবং প্রতিবাদী মানুষ ছিল। আমরা প্রশাসনের কাছে খুনিদের অতিসত্বর গ্রেপ্তারের দাবি জানাই।

এছাড়া সোমবার মৌলভীবাজার জেলা জজ আদালতে কর্মবিরতী ঘোষণা করা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।