Dhaka শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদপুরের বাসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রিয়াজ (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে একটি বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করেন। পরে সেনাবাহিনীর টহল দল তার দেখানো মতে বাসিলার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্রটি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রটি ৭.৬৫ মি.মি. পিস্তল, ১টি ম্যাজিন (মেড ইন বেলজিয়াম)।

ঘটনার পর গ্রেফতারকৃত ব্যক্তির অন্যান্য সহযোগীদের ধরতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই শেষে তার সহযোগীদের গ্রেফতারে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে। গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০১:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদপুরের বাসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রিয়াজ (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে একটি বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করেন। পরে সেনাবাহিনীর টহল দল তার দেখানো মতে বাসিলার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্রটি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রটি ৭.৬৫ মি.মি. পিস্তল, ১টি ম্যাজিন (মেড ইন বেলজিয়াম)।

ঘটনার পর গ্রেফতারকৃত ব্যক্তির অন্যান্য সহযোগীদের ধরতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই শেষে তার সহযোগীদের গ্রেফতারে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে। গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।