স্পোর্টস ডেস্ক :
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বলের আঘাত লেগে হাসপাতালে যেতে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। মাঠেই দেখা গেছে, বলের আঘাতে মাথা ফেটে গেছে, রক্ত বেরিয়ে এসেছিল।
রক্তাক্ত অবস্থায়ই তাকে নেওয়া হয় অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে নেওয়ার পর দ্রুত সিটি স্ক্যান করা হয় এটা জানার জন্য যে, মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে কি না। তেমনটা হলে দ্রুত অস্ত্রোপচারও করতে হতো।
কিন্তু সুখবর হলো, রিপোর্ট ভালো। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। যেটুকু ফেটেছে, সেটা বাইরে। শুধু চামড়া ফেটেছে। সেখানে সেলাই দেওয়া হয়েছে এবং ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার মিডিয়া ম্যানেজার সোহানুজ্জামান খান নয়ন বলেন, মাথায় লেগেছে। এরপর সে বসে ছিল মাঠে, রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে। দলের দায়িত্বে থাকা সকলেই সেখানে গেছে।
চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মুস্তাফিজের সবশেষ অবস্থা জানিয়েছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। তাতে আছে স্বস্তির খবর।
টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে।
জানা যায়, মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন তিনি বোলিং সাইডে ছিলেন। হঠাৎ বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। নেওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে।
এবারের বিপিএলে এখন পর্যন্ত কুমিল্লার জার্সিতে ৯ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।