মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দিনগতরাতের এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ধানখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম। এসময় ক্যাম্পের পোস্টার ও প্রতীক ছিড়ে ফেলা হয়েছে বলে জানান তিনি। রাতেই ঘটনাস্থলে এর প্রতিবাদ জানিয়েছেন নৌকার কর্মী-সমর্থকরা।
আব্দুল হাকিমের জানান, তার বাড়ির পাশে নৌকার একটি প্রচারণা ক্যাম্পে রাতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কর্মী সমর্থকরা। বাঁশ ও কাগজ দিয়ে তৈরী একটি বড় নৌকা ভেঙ্গে দেয় হামলাকারীরা। নৌকার পক্ষে না থাকার জন্য হাকিমকে হুমকি দিয়ে চলে যায় তারা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, উভয়পক্ষের লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে। নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে ভাঙচুরের ঘটনা তিনি অস্বীকার করে বলেন, তেমন কিছু নয় শুধু নৌকাটা বাঁকা করে দেওয়া হয়েছে আর কিছু পোস্টার ছিড়েছে। এখনও বিষয়টি তদন্তাধীন।
মেহেরপুর জেলা প্রতিনিধি 





















