Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসি ফিরলেও প্লে-অফ স্বপ্ন ভঙ্গ মিয়ামির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ২০৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

মেজর সকার লিগে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু তার ফেরাটা মোটেও স্বস্তির হয়নি। শনিবার (৭ অক্টোবর) সিনসিনাটির বিপক্ষে ম্যাচে গোল করতে পারেননি, গোল করাতেও পারেননি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে। ১-০ গোলে হেরেছে মায়ামি। এই হারের ফলে মেজর সকার লিগের প্লে অফে খেলার স্বপ্ন ভঙ্গ শেষ মায়ামির।

মায়ামির হয়ে গত ছয় ম্যাচের পাঁচটিতেই মাঠে ছিলেন না মেসি। ইনজুরি তাকে মাঠ থেকে দূরে রেখেছিল। ফলে এ ম্যাচের আগে মায়ামির সমর্থকদের নজর ছিল খেলোয়াড় তালিকায়। শেষ পর্যন্ত মেসির নাম দেখতে পেয়ে তাদের উদ্বেগ দূর হয়। একাদশে না থাকলেও মেসি দলে আছেন তা দেখে সমর্থকরা স্বস্তি পায়। শেষ পর্যন্ত এই স্বস্তি আর থাকেনি।

সিনসিনাটির বিপক্ষে আজ ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মিয়ামি। নিজেদের মাঠে ম্যাচ হলেও এ দিন শুরুর একাদশে ছিলেন না মেসি। মাঠে নেমেছেন প্রথমার্ধ্বের পরে। এদিকে প্রথমার্ধ্বে সিনসিনাটির চেয়ে বল দখলে এবং আক্রমণে মিয়ামি এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। এমনকি ২৫ মিনিটের মধ্যেই টমাস আভিল, জোসেফ মার্তিনেজ এবং বেন ক্রেমাশির নেয়া একটি করে শট ফিরে আসে গোল বারে লেগে। ফলে গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যেতে হয় তাদের।

এদিকে মিয়ামির হয়ে মেসি আজ মাঠে নেমেছেন ম্যাচের ৫৫ মিনিটে টমাস আভিলের বদলি হিসেবে। তবে চোট কাটিয়ে মাঠে ফিরেও ক্লাবের প্লে অফের খেলার স্বপ্ন বাঁচাতে পারেননি তিনি। ৫৯ মিনিটে একটি ফ্রি কিক পেয়েছিলেন তিনি, গোল করার লক্ষ্যে শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি, বল চলে যায় পোস্টের উপর দিয়ে।

এদিকে ম্যাচের ৭৮ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে বসে সিনসিনাটি। এরপর ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো দলই গোল করতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মিয়ামিকে।

এই হারের পর ৩২ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৭ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে থাকল ইন্টার মায়ামি। পরের দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট পেলেও তা আর ইন্টার মায়ামির প্লে–অফ খেলার জন্য যথেষ্ট হবে না। তাই এমএলএসের প্লে–অফ খেলার যে অসম্ভব ব্রত নিয়ে মেসি শুরু করেছিলেন, তা শেষ পর্যন্ত অধরায় থেকে গেল। অবশ্য আন্তর্জাতিক বিরতিতে গিয়ে গত মাসে চোটে না পড়লে পরিস্থিতি অন্য রকম হলেও হতে পারত।

এখন এমএলএসে হাতে থাকা দুই ম্যাচ থেকে ইন্টার মায়ামির আর পাওয়ার কিছু নেই। ইন্টার মায়ামি তাদের পরের ম্যাচ খেলবে ১৮ অক্টোবর, কিন্তু সেই ম্যাচে দেখা যাবে না মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে তখন জাতীয় দলের সঙ্গে থাকবেন সাবেক এই বার্সেলোনা তারকা। ১৮ অক্টোবরই পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে আর্জেন্টিনার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

মেসি ফিরলেও প্লে-অফ স্বপ্ন ভঙ্গ মিয়ামির

প্রকাশের সময় : ০২:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

মেজর সকার লিগে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু তার ফেরাটা মোটেও স্বস্তির হয়নি। শনিবার (৭ অক্টোবর) সিনসিনাটির বিপক্ষে ম্যাচে গোল করতে পারেননি, গোল করাতেও পারেননি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে। ১-০ গোলে হেরেছে মায়ামি। এই হারের ফলে মেজর সকার লিগের প্লে অফে খেলার স্বপ্ন ভঙ্গ শেষ মায়ামির।

মায়ামির হয়ে গত ছয় ম্যাচের পাঁচটিতেই মাঠে ছিলেন না মেসি। ইনজুরি তাকে মাঠ থেকে দূরে রেখেছিল। ফলে এ ম্যাচের আগে মায়ামির সমর্থকদের নজর ছিল খেলোয়াড় তালিকায়। শেষ পর্যন্ত মেসির নাম দেখতে পেয়ে তাদের উদ্বেগ দূর হয়। একাদশে না থাকলেও মেসি দলে আছেন তা দেখে সমর্থকরা স্বস্তি পায়। শেষ পর্যন্ত এই স্বস্তি আর থাকেনি।

সিনসিনাটির বিপক্ষে আজ ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মিয়ামি। নিজেদের মাঠে ম্যাচ হলেও এ দিন শুরুর একাদশে ছিলেন না মেসি। মাঠে নেমেছেন প্রথমার্ধ্বের পরে। এদিকে প্রথমার্ধ্বে সিনসিনাটির চেয়ে বল দখলে এবং আক্রমণে মিয়ামি এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। এমনকি ২৫ মিনিটের মধ্যেই টমাস আভিল, জোসেফ মার্তিনেজ এবং বেন ক্রেমাশির নেয়া একটি করে শট ফিরে আসে গোল বারে লেগে। ফলে গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যেতে হয় তাদের।

এদিকে মিয়ামির হয়ে মেসি আজ মাঠে নেমেছেন ম্যাচের ৫৫ মিনিটে টমাস আভিলের বদলি হিসেবে। তবে চোট কাটিয়ে মাঠে ফিরেও ক্লাবের প্লে অফের খেলার স্বপ্ন বাঁচাতে পারেননি তিনি। ৫৯ মিনিটে একটি ফ্রি কিক পেয়েছিলেন তিনি, গোল করার লক্ষ্যে শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি, বল চলে যায় পোস্টের উপর দিয়ে।

এদিকে ম্যাচের ৭৮ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে বসে সিনসিনাটি। এরপর ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো দলই গোল করতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মিয়ামিকে।

এই হারের পর ৩২ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৭ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে থাকল ইন্টার মায়ামি। পরের দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট পেলেও তা আর ইন্টার মায়ামির প্লে–অফ খেলার জন্য যথেষ্ট হবে না। তাই এমএলএসের প্লে–অফ খেলার যে অসম্ভব ব্রত নিয়ে মেসি শুরু করেছিলেন, তা শেষ পর্যন্ত অধরায় থেকে গেল। অবশ্য আন্তর্জাতিক বিরতিতে গিয়ে গত মাসে চোটে না পড়লে পরিস্থিতি অন্য রকম হলেও হতে পারত।

এখন এমএলএসে হাতে থাকা দুই ম্যাচ থেকে ইন্টার মায়ামির আর পাওয়ার কিছু নেই। ইন্টার মায়ামি তাদের পরের ম্যাচ খেলবে ১৮ অক্টোবর, কিন্তু সেই ম্যাচে দেখা যাবে না মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে তখন জাতীয় দলের সঙ্গে থাকবেন সাবেক এই বার্সেলোনা তারকা। ১৮ অক্টোবরই পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে আর্জেন্টিনার।