Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসি-ডি ব্রুইনাকে টপকে উয়েফার বর্ষসেরা হলান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ২১০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন আর্লিং হালান্ড। সঙ্গে ছিলেন তার ম্যানচেস্টার সিটি সতীর্থ কেভিন ডি ব্রুইনা ও সম্প্রতি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া লিওনেল মেসি। এই দুজনকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন হালান্ড।

নরওয়ের প্রথম ফুটবলার হিসাবে এই সম্মাননা পেয়েছেন ২২ বছরের হালান্ড। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। এরপর সেখানেই হয় উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। হালান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।

মৌসুমজুড়ে ফুটবলারদের ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের পারফর্ম্যান্স বিবেচনায় এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। তাতে তিনজনই অবশ্য পুরস্কারের দাবিদার ছিলেন। সিটির ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন হালান্ড ও ডি ব্রুইনে। ঐদিকে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বসেরার ট্রফি এনে দেওয়া মেসিও পিছিয়ে ছিলেন না।

সিটির ট্রেবল জয়ের পথে স্বপ্নের মতো এক মৌসুমে কাটিয়েছেন হালান্ড। প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে করেন ৩৬ গোল। ভেঙে দেন ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। সতীর্থদের দিয়ে ৮টি গোলও করান নরওয়ের এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগেও ১১ ম্যাচে করেন ১২ গোল।

মোনাকোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হালান্ড বলেন, আমি ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে বাস করছি।

এদিকে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গী ছিলেন ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা কোচ সিমোনে ইনজাঘি ও নাপোলিকে ৩৩ বছর পর সিরি’আ জেতানো কোচ লুসিয়ানো স্পালেত্তি।

মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। ২৫ বছর বয়সী বোনমাতি এ বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জিতেছেন।

নারী ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ডাচ ম্যানেজার সারিনা ওয়েগম্যান।

এ ছাড়া আজীবন সম্মাননাসূচক উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেসি-ডি ব্রুইনাকে টপকে উয়েফার বর্ষসেরা হলান্ড

প্রকাশের সময় : ১১:১৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন আর্লিং হালান্ড। সঙ্গে ছিলেন তার ম্যানচেস্টার সিটি সতীর্থ কেভিন ডি ব্রুইনা ও সম্প্রতি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া লিওনেল মেসি। এই দুজনকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন হালান্ড।

নরওয়ের প্রথম ফুটবলার হিসাবে এই সম্মাননা পেয়েছেন ২২ বছরের হালান্ড। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। এরপর সেখানেই হয় উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। হালান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।

মৌসুমজুড়ে ফুটবলারদের ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের পারফর্ম্যান্স বিবেচনায় এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। তাতে তিনজনই অবশ্য পুরস্কারের দাবিদার ছিলেন। সিটির ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন হালান্ড ও ডি ব্রুইনে। ঐদিকে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বসেরার ট্রফি এনে দেওয়া মেসিও পিছিয়ে ছিলেন না।

সিটির ট্রেবল জয়ের পথে স্বপ্নের মতো এক মৌসুমে কাটিয়েছেন হালান্ড। প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে করেন ৩৬ গোল। ভেঙে দেন ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। সতীর্থদের দিয়ে ৮টি গোলও করান নরওয়ের এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগেও ১১ ম্যাচে করেন ১২ গোল।

মোনাকোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হালান্ড বলেন, আমি ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে বাস করছি।

এদিকে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গী ছিলেন ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা কোচ সিমোনে ইনজাঘি ও নাপোলিকে ৩৩ বছর পর সিরি’আ জেতানো কোচ লুসিয়ানো স্পালেত্তি।

মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। ২৫ বছর বয়সী বোনমাতি এ বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জিতেছেন।

নারী ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ডাচ ম্যানেজার সারিনা ওয়েগম্যান।

এ ছাড়া আজীবন সম্মাননাসূচক উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা।