Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেদ কমাতে অস্ত্রোপচার, মারা গেলেন গায়িকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ইদানীং প্লাস্টিক সার্জারি বা বিভিন্ন অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারা ও শরীরের পরিবর্তন করছেন অনেক তারকা। যত দিন যাচ্ছে, পরিবর্তনের এই নেশা যেন চেপে বসছে গ্ল্যামার জগতের মানুষের মস্তিষ্কে। কেউ সফল হচ্ছেন তো কেউ বা ভুগছেন। কারো কারো জীবনযাত্রাই থেমে যাচ্ছে একটা ভুলে।

একই উপায় অবলম্বন করতে গিয়েছিলেন ব্রাজিলিয়ান মডেল জনপ্রিয় গায়িকা ডানি লি ওরফে ড্যানিয়েল ফনসেকা মাচাদো। কিন্তু বাঁধল বিপত্তি। অস্ত্রোপচার করাতে গিয়ে মারা গেলেন ডানি লি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রোগা হতে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন ডানি লি। পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করানও তিনি। কিন্তু তারপর থেকেই নানারকম অস্বস্তিবোধ করতে থাকেন। তাই তড়িঘড়ি ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডানির স্বামী মার্সেলো মিরা বলেন, আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাহিত করা হবে। তাদের সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে। তবে লাইপোসাকশনই মৃত্যুর কারণ কিনা, তা খতিয়ে দেখার জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

এদিকে ডানির মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে ব্রাজিলের বিনোদন অঙ্গনে। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন শোক।

অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডান লি তাঁর হিট গান ‘ইউ সু দা আমাজোনিয়া’র জন্য সর্বাধিক পরিচিত, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। ব্রাজিলের অনেক জনপ্রিয় পপতারকা তিনি। তাঁর শেষ গান ‘গুয়েরা দে আমর’ এ বছর ১৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

মেদ কমাতে অস্ত্রোপচার, মারা গেলেন গায়িকা

প্রকাশের সময় : ০৭:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

ইদানীং প্লাস্টিক সার্জারি বা বিভিন্ন অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারা ও শরীরের পরিবর্তন করছেন অনেক তারকা। যত দিন যাচ্ছে, পরিবর্তনের এই নেশা যেন চেপে বসছে গ্ল্যামার জগতের মানুষের মস্তিষ্কে। কেউ সফল হচ্ছেন তো কেউ বা ভুগছেন। কারো কারো জীবনযাত্রাই থেমে যাচ্ছে একটা ভুলে।

একই উপায় অবলম্বন করতে গিয়েছিলেন ব্রাজিলিয়ান মডেল জনপ্রিয় গায়িকা ডানি লি ওরফে ড্যানিয়েল ফনসেকা মাচাদো। কিন্তু বাঁধল বিপত্তি। অস্ত্রোপচার করাতে গিয়ে মারা গেলেন ডানি লি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রোগা হতে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন ডানি লি। পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করানও তিনি। কিন্তু তারপর থেকেই নানারকম অস্বস্তিবোধ করতে থাকেন। তাই তড়িঘড়ি ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডানির স্বামী মার্সেলো মিরা বলেন, আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাহিত করা হবে। তাদের সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে। তবে লাইপোসাকশনই মৃত্যুর কারণ কিনা, তা খতিয়ে দেখার জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

এদিকে ডানির মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে ব্রাজিলের বিনোদন অঙ্গনে। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন শোক।

অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডান লি তাঁর হিট গান ‘ইউ সু দা আমাজোনিয়া’র জন্য সর্বাধিক পরিচিত, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। ব্রাজিলের অনেক জনপ্রিয় পপতারকা তিনি। তাঁর শেষ গান ‘গুয়েরা দে আমর’ এ বছর ১৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে।