নিজস্ব প্রতিবেদক :
ঈদ উল ফিতর উপলক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামী বুধবার (২৭ মার্চ) অর্থাৎ ১৬ রমজান থেকে ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত এই বর্ধিত সময় কার্যকর থাকবে। আর পবিত্র ঈদুল ফিতরের দিন বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ১৬ রমজান থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ১৬ রমজান থেকে ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। সেই সময় আরো ১০টি ট্রেন চলাচল করবে। ফলে দিনে মেট্রো চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। এ সময়ের মধ্যে সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।
বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। পিক আওয়ারে (৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে রাত ৮টা) প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। আর বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।
নিজস্ব প্রতিবেদক 






















