Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মৃত ঘোষণার ৪৫ মিনিট পর নড়ে উঠলেন যুবক

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • ১৯২ জন দেখেছেন

সংগৃহীত ছবি

আমেরিকার মাউন্ট রেনইয়ার ন্যাশনাল পার্কে একেবারে বরফে জমাট বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক পর্বতারোহীকে। তখনও বেঁচে ছিলেন তিনি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ৪৫ মিনিট পর জেগে উঠলেন তিনি। এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ওই পর্বতারোহীর নাম মাইকেল নাপিনস্কি।

৪৫ বছরের নাপিনস্কি তার বন্ধুদের সঙ্গে মাউন্ট পর্বতে উঠছিলেন। মাঝপথে তিনি দলছুট হয়ে পড়েন। তার পর তিনি সিদ্ধান্ত নেন, নির্দিষ্ট পয়েন্টে বন্ধুদের সঙ্গে আবার মিলিত হবেন। কিন্তু আবহাওয়া ভালো না থাকায় ক্রমে পরিস্থিতি এত খারাপ হয় যে দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছে যায়।

আরও পড়ুন : স্বামীর পুরুষত্ব নিয়ে সন্দেহ স্ত্রীর: আসলে ঘটনা ছিল অন্য

সেদিন সন্ধ্যার মধ্যে নির্দিষ্ট পয়েন্টে পৌঁছতে পারেননি তিনি। তার পরেই তার বন্ধুর নাপিনস্কির নিখোঁজ হওয়ার খবর পাঠান। অনেক চেষ্টা করার পর হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। সিয়াটলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে পৌঁছলে দেখা যায়, নাপিনস্কির হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে।

তার পর চিকিৎসকরা সিপিআর দিতে শুরু করেন ও অতিরিক্ত অক্সিজেনের সাপোর্ট দেয়া হয়। পাম্প করে দেয়া হয় রক্তও যাতে অতিরিক্ত কার্বন-ডাই অক্সাইড বের করে আনা যায়। টানা ৪৫ মিনিট এই চিকিৎসা চলার পর হঠাৎ হৃদস্পন্দন ফিরে আসে তার। এর দুদিন পর জ্ঞান ফেরে নাপিনস্কির।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

মৃত ঘোষণার ৪৫ মিনিট পর নড়ে উঠলেন যুবক

প্রকাশের সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

আমেরিকার মাউন্ট রেনইয়ার ন্যাশনাল পার্কে একেবারে বরফে জমাট বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক পর্বতারোহীকে। তখনও বেঁচে ছিলেন তিনি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ৪৫ মিনিট পর জেগে উঠলেন তিনি। এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ওই পর্বতারোহীর নাম মাইকেল নাপিনস্কি।

৪৫ বছরের নাপিনস্কি তার বন্ধুদের সঙ্গে মাউন্ট পর্বতে উঠছিলেন। মাঝপথে তিনি দলছুট হয়ে পড়েন। তার পর তিনি সিদ্ধান্ত নেন, নির্দিষ্ট পয়েন্টে বন্ধুদের সঙ্গে আবার মিলিত হবেন। কিন্তু আবহাওয়া ভালো না থাকায় ক্রমে পরিস্থিতি এত খারাপ হয় যে দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছে যায়।

আরও পড়ুন : স্বামীর পুরুষত্ব নিয়ে সন্দেহ স্ত্রীর: আসলে ঘটনা ছিল অন্য

সেদিন সন্ধ্যার মধ্যে নির্দিষ্ট পয়েন্টে পৌঁছতে পারেননি তিনি। তার পরেই তার বন্ধুর নাপিনস্কির নিখোঁজ হওয়ার খবর পাঠান। অনেক চেষ্টা করার পর হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। সিয়াটলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে পৌঁছলে দেখা যায়, নাপিনস্কির হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে।

তার পর চিকিৎসকরা সিপিআর দিতে শুরু করেন ও অতিরিক্ত অক্সিজেনের সাপোর্ট দেয়া হয়। পাম্প করে দেয়া হয় রক্তও যাতে অতিরিক্ত কার্বন-ডাই অক্সাইড বের করে আনা যায়। টানা ৪৫ মিনিট এই চিকিৎসা চলার পর হঠাৎ হৃদস্পন্দন ফিরে আসে তার। এর দুদিন পর জ্ঞান ফেরে নাপিনস্কির।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা