স্পোর্টস ডেস্ক :
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আবারও আধিপত্য দেখিয়ে জিতলো চেন্নাই সুপার কিংস। গত ৮ এপ্রিল ওয়াংখেড়েতে ৭ উইকেটে জিতেছিল মহেন্দ্র সিং ধোনিরা। শনিবার (৬ মে) চেপুকেও দাপট দেখালো চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা। দুই ওভারেরও বেশি বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে তারা। চেন্নাইয়ের মাঠ চেপুকে এটাই রোহিতের প্রথম হার, আগের সাতবারই জিতেছিল তার দল।
টস জিতে আগে ফিল্ডিং নিয়ে চেন্নাই ৮ উইকেটে ১৩৯ রানে থামায় মুম্বাইকে। এরপর ৪ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে ১৪০ রান করে তারা।
ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই দীপক চাহারের জোড়া আঘাতে ১৪ রানে ৩ উইকেট হারায় মুম্বাই। নেহাল ওয়াধেরা ও সূর্যকুমার যাদবের ব্যাটে বিপর্যয় থামায় তারা। কিন্তু নেহাল ছাড়া বড় ইনিংস খেলতে পারেনি কেউ। ৫১ বলে ৮ চার ও ১ ছয়ে ৬৪ রান করেন তিনি। এছাড়া সূর্যকুমার ২৬ ও ট্রিস্টান স্টাবস করেন ২০ রান।
বল হাতে মাথিশা পাথিরানা ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট পান তুষার দেশপান্ডে ও চাহার।
লক্ষ্যে নেমে নির্বিঘ্নে জয়ের ভিত তৈরি করে চেন্নাই। পঞ্চম ওভারে ৪৬ রানের জুটি গড়ে ফিরে যান রুতুরাজ গায়কোয়াড় (৩০)। আরেক ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে আজিঙ্কা রাহানের ৩৫ রানের জুটি দলকে সঠিক পথে রাখে। নিউ জিল্যান্ডের ব্যাটার কনওয়ে ঠাণ্ডা মাথায় দলকে জয়ের কাছে নিয়ে যান। লক্ষ্য থেকে ১০ রান দূরে থাকতে আউট হন তিনি ৪৪ রান করে। শিবম দুবে ১৮ বলে ৩ ছয়ে ২৬ রানে অপরাজিত ছিলেন। এছাড়া আজিঙ্কা রাহানে ১৭ বলে ২১ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।
১১ ম্যাচে ৬টিতে জিতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় পজিশনে উঠে গেলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে আগের মতোই ষষ্ঠ স্থানে মুম্বাই। ১০ ম্যাচে ৭টিতে জিয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট টাইটান্স।