বিনোদন ডেস্ক :
তীব্র নাটকীয়তায় ভরা মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে বিজয়ীর মুকুট উঠল ২৫ বছর বয়সী মেক্সিকোর ফাতিমা বশ এর মাথায়। তিনি একজন মানবিক–কর্মী। মাত্র কয়েকদিন আগেই লাইভ-স্ট্রিম হওয়া এক বৈঠকে থাই পেজেন্ট ডিরেক্টরের প্রকাশ্য তিরস্কারের শিকার হন তিনি, যা মুহূর্তেই ঝড় তোলে বিশ্বজুড়ে। প্রতিবাদে কয়েকজন প্রতিযোগীর ওয়াকআউট—আর ঠিক সেই ঘটনার পরই বশক হয়ে উঠেছিলেন বিশ্বজোড়া ভক্তদের অন্যতম প্রিয় মুখ।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে থাইল্যান্ডে আয়োজিত মহাসমারোহে গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন ফাতিমা। এই প্রতিযোগীতায় রানারআপ হয়েছেন আয়োজক দেশের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।
বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতার “সুপার বোল” হিসেবে খ্যাত মিস ইউনিভার্সে এ বছর অংশ নেন ১২০ দেশের প্রতিনিধি।
থাইল্যান্ডভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশন জানিয়েছে, সেরা পাঁচ প্রতিযোগীকে চূড়ান্ত আসরের একটি বিভাগে প্রত্যেককে দুটো করে প্রশ্নের উত্তর দিতে হয়। বিজয়ী ফাতিমার কাছে প্রথমে প্রশ্ন রাখা হয়, ২০২৫ সালে নারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী এবং মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কীভাবে নারীদের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তুলবেন? এ প্রশ্নের উত্তরে ফাতিমা বলেন, পরিবর্তন আনতে নারীদের সাহস করে কথা বলতে হবে। কারণ সাহসী নারীরা ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে চলেছেন। একজন নারী ও মিস ইউনিভার্স হিসেবে অন্যদের সাহায্য করতে আমি আমার কণ্ঠ ব্যবহার করব।
আপনি যদি মিস ইউনিভার্স নির্বাচিত হন, তাহলে কীভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সারা বিশ্বের মেয়েদের অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করবেন? এ বিষয়ে ফাতিমা বলেন, মিস ইউনিভার্স হিসেবে আমি তাদের বলব, নিজের সত্যিকারের সত্তার শক্তিতে বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নগুলোর মূল্য আছে, তোমার হৃদয়েরও মূল্য আছে। কখনো কাউকে তোমার মূল্য নিয়ে সন্দেহ করতে দিও না। কারণ তুমি সবকিছুরই যোগ্য।
চলতি বছরের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা কয়েকবার বিতর্কে জড়িয়েছে। গত ৪ নভেম্বর, ব্যাংককে আয়োজিত প্রি-পেজেন্ট অনুষ্ঠানে ফাতিমাকে ‘ডামি’ বলে মন্তব্য করেন থাই বিচারক নাওয়াত ইতসারাগ্রিসিল। এরপর মেক্সিকোর প্রতিনিধি ফাতিমা বোসসহ কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। কয়েক দিন আগে পাক্ষপাতের অভিযোগ তুলে জুরি বোর্ড থেকে পদত্যাগ করেন দুই বিচারক।
বিনোদন ডেস্ক 
























