Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ামির বড় জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

মেজর লিগ সকারে আটলান্টার বিপক্ষে ম্যাচে মেসিকে ছাড়া খেলতে নেমে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে ডেভিড ব্যাকহামের দল। এমন পরাজয়ে দলটির প্লে অফে খেলার স্বপ্নেও লেগেছে বড় এক ধাক্কা। তবে একাদশে ফিরেই দলকে জয় এনে দিলেন আর্জেন্টাইন তারকা। যদিও ইনজুরিতে পড়ে ম্যাচে প্রথম হাফেই উঠিয়ে নেয়া হয় মেসিকে। এরপরও মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরোন্টোর বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে ইন্টার মিয়ামি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বার) সকালে ঘরের মাঠে টরোন্টোর বিপক্ষে শুরু থেকেই খেলতে নামেন আর্জেন্টাইন কিংবদন্তী। তবে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি লা পুলগা। ম্যাচের ৩৭ মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টাইন এই তারকা। তার তিন মিনিট আগে অবশ্য জর্ডি আলবাও এদিন মাঠ ছাড়েন। প্রতিপক্ষের কোনও ফুটবলারের সঙ্গে ধাক্কাও লাগেনি তাদের কিংবা খোঁড়াতেও দেখা যায়নি। ইনজুরির সমস্যা দেখা দিয়েছে এই দুই তারকার।

তবে এসবের বাইরে মায়ামির সময় কেটেছে ভালই। আর্জেন্টিনা থেকে উড়িয়ে আনা ফাকুন্দো ফারিয়াস আরও একবার ত্রাতা হয়েছেন প্রথমার্ধের যোগ করা সময়ে। ডান প্রান্ত থেকে ক্রস বল গ্রিপে আনতে ব্যর্থ হয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক। ভেসে আসা সেই বলে জোরালো ভলিতে গোলের খাতা খোলেন ফারিয়াস।

বিরতির পর দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়েছে মায়ামি। ৫৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন টেইলর।

অবশ্য তারও আগে ম্যাচে এগিয়ে যাবার প্রথম সুযোগ পেয়েছিল টরোন্টো। স্ট্রাইকার ডিআন্দ্রে কারের প্রথম প্রচেষ্টা ফিরিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। ফিরতি প্রচেষ্টা ফেরত আসে গোলবার থেকে। পুরো ম্যাচে এটাই একমাত্র না তাদের জন্য। ম্যাচের ৮২ মিনিটে আরও একবার বল ফিরে আসে গোলবার থেকে।

তবে তার আগেই টরোন্টোকে ধ্বংসস্তুপে পরিণত করেছিলেন রবার্ট টেইলর। মেসির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই করলেন দারুণ এক গোল। সেই গোলে মেসিকেই যেন স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বল পেয়ে ডিবক্সের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গিয়েছেন। ডিফেন্ডারদের মাঝে ফাঁকা জায়গা দিয়ে বল পাঠিয়েছেন জালে। দারুণ সেই গোলটা নিশ্চয়ই পরে বহুবার দেখতে চাইবেন এই তরুণ।

ম্যাচের তৃতীয় গোল পেয়েছেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। সেটাও ওই টেইলরের বাড়ানো বলে। আর খেলা শেষের ঠিক আগে চতুর্থ গোলটাও করেছেন সেই টেইলরই। চিপ করা বল দখলে নিয়ে জোরালো শটে টরোন্টোর গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। মায়ামি ম্যাচ শেষ করে ৪-০ গোলের বড় জয় দিয়ে।

আগামী রোববার লিগে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল। এরপর ২৭ সেপ্টেম্বর মায়ামির খেলতে হবে ইউএস ওপেনের ফাইনালে। এরপর সূচিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে আছে আরও ৩টি লিগ ম্যাচ।

ম্যাচের বাকি সময় আর গোলের দেখা না হলে ৪-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির ইন্টার মিয়ামি। এই জয়ে ২৮ ম্যাচে মিয়ামির পয়েন্ট বেড়ে দাড়ালো ৩১। হাতে ৬ ম্যাচ নিয়ে প্লেঅফের দৌড়ে থাকা ৯ম স্থানের দলের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা।

মিয়ামির কোচ জেরার্ডো মার্টিনো ম্যাচের পর জানিয়েছেন, মেসি এবং আলবা দুজনের অবস্থাই সামনের দিনগুলোতে পর্যবেক্ষণ করা হবে। তারা রোববার অরলান্ডো সিটির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। তবে আগামী বুধবার ইউএস ওপেন কাপ ফাইনালে হস্টন ডায়নামোর বিপক্ষে তাদের পাওয়ার আশা করছেন মিয়ামি কোচ।

মার্টিনো বলেন, ‘তাদের রোববার খেলার কোনো সম্ভাবনা নেই। আমাদের সামনে ফাইনাল আছে। তাই খেলতে না পারলে তাদের মাঠের সামনেও আসার দরকার নেই।

মেসি এবং আলবা কেউই আজকের ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখে পড়েননি, তাদের খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়নি। তবে দুজনেরই অস্বস্তি ছিল। ফলে বোঝা যাচ্ছে, চোট হয়তো তেমন বড় নয়, কেবল ঝুঁকি এড়াতেই তাদের উঠিয়ে নিয়েছেন মার্টিনো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাকসু নির্বাচনের দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

মিয়ামির বড় জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

প্রকাশের সময় : ০১:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

মেজর লিগ সকারে আটলান্টার বিপক্ষে ম্যাচে মেসিকে ছাড়া খেলতে নেমে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে ডেভিড ব্যাকহামের দল। এমন পরাজয়ে দলটির প্লে অফে খেলার স্বপ্নেও লেগেছে বড় এক ধাক্কা। তবে একাদশে ফিরেই দলকে জয় এনে দিলেন আর্জেন্টাইন তারকা। যদিও ইনজুরিতে পড়ে ম্যাচে প্রথম হাফেই উঠিয়ে নেয়া হয় মেসিকে। এরপরও মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরোন্টোর বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে ইন্টার মিয়ামি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বার) সকালে ঘরের মাঠে টরোন্টোর বিপক্ষে শুরু থেকেই খেলতে নামেন আর্জেন্টাইন কিংবদন্তী। তবে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি লা পুলগা। ম্যাচের ৩৭ মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টাইন এই তারকা। তার তিন মিনিট আগে অবশ্য জর্ডি আলবাও এদিন মাঠ ছাড়েন। প্রতিপক্ষের কোনও ফুটবলারের সঙ্গে ধাক্কাও লাগেনি তাদের কিংবা খোঁড়াতেও দেখা যায়নি। ইনজুরির সমস্যা দেখা দিয়েছে এই দুই তারকার।

তবে এসবের বাইরে মায়ামির সময় কেটেছে ভালই। আর্জেন্টিনা থেকে উড়িয়ে আনা ফাকুন্দো ফারিয়াস আরও একবার ত্রাতা হয়েছেন প্রথমার্ধের যোগ করা সময়ে। ডান প্রান্ত থেকে ক্রস বল গ্রিপে আনতে ব্যর্থ হয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক। ভেসে আসা সেই বলে জোরালো ভলিতে গোলের খাতা খোলেন ফারিয়াস।

বিরতির পর দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়েছে মায়ামি। ৫৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন টেইলর।

অবশ্য তারও আগে ম্যাচে এগিয়ে যাবার প্রথম সুযোগ পেয়েছিল টরোন্টো। স্ট্রাইকার ডিআন্দ্রে কারের প্রথম প্রচেষ্টা ফিরিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। ফিরতি প্রচেষ্টা ফেরত আসে গোলবার থেকে। পুরো ম্যাচে এটাই একমাত্র না তাদের জন্য। ম্যাচের ৮২ মিনিটে আরও একবার বল ফিরে আসে গোলবার থেকে।

তবে তার আগেই টরোন্টোকে ধ্বংসস্তুপে পরিণত করেছিলেন রবার্ট টেইলর। মেসির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই করলেন দারুণ এক গোল। সেই গোলে মেসিকেই যেন স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বল পেয়ে ডিবক্সের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গিয়েছেন। ডিফেন্ডারদের মাঝে ফাঁকা জায়গা দিয়ে বল পাঠিয়েছেন জালে। দারুণ সেই গোলটা নিশ্চয়ই পরে বহুবার দেখতে চাইবেন এই তরুণ।

ম্যাচের তৃতীয় গোল পেয়েছেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। সেটাও ওই টেইলরের বাড়ানো বলে। আর খেলা শেষের ঠিক আগে চতুর্থ গোলটাও করেছেন সেই টেইলরই। চিপ করা বল দখলে নিয়ে জোরালো শটে টরোন্টোর গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। মায়ামি ম্যাচ শেষ করে ৪-০ গোলের বড় জয় দিয়ে।

আগামী রোববার লিগে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল। এরপর ২৭ সেপ্টেম্বর মায়ামির খেলতে হবে ইউএস ওপেনের ফাইনালে। এরপর সূচিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে আছে আরও ৩টি লিগ ম্যাচ।

ম্যাচের বাকি সময় আর গোলের দেখা না হলে ৪-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির ইন্টার মিয়ামি। এই জয়ে ২৮ ম্যাচে মিয়ামির পয়েন্ট বেড়ে দাড়ালো ৩১। হাতে ৬ ম্যাচ নিয়ে প্লেঅফের দৌড়ে থাকা ৯ম স্থানের দলের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা।

মিয়ামির কোচ জেরার্ডো মার্টিনো ম্যাচের পর জানিয়েছেন, মেসি এবং আলবা দুজনের অবস্থাই সামনের দিনগুলোতে পর্যবেক্ষণ করা হবে। তারা রোববার অরলান্ডো সিটির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। তবে আগামী বুধবার ইউএস ওপেন কাপ ফাইনালে হস্টন ডায়নামোর বিপক্ষে তাদের পাওয়ার আশা করছেন মিয়ামি কোচ।

মার্টিনো বলেন, ‘তাদের রোববার খেলার কোনো সম্ভাবনা নেই। আমাদের সামনে ফাইনাল আছে। তাই খেলতে না পারলে তাদের মাঠের সামনেও আসার দরকার নেই।

মেসি এবং আলবা কেউই আজকের ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখে পড়েননি, তাদের খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়নি। তবে দুজনেরই অস্বস্তি ছিল। ফলে বোঝা যাচ্ছে, চোট হয়তো তেমন বড় নয়, কেবল ঝুঁকি এড়াতেই তাদের উঠিয়ে নিয়েছেন মার্টিনো।