Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি আহত

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে শূন্যরেখা সীমান্ত সংলগ্ন ঘুমধুম-কক্সবাজার সীমানা ঘেষা ভাজাবুনিয়া গ্রামের চিতারখূমে এই ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন- ঘুমধুম ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর (২০), এবং ভাজাবুনিয়া গ্রামের রোহিঙ্গা মো. হোসাইন (২৭)। বর্তমানে তারা কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, তুমব্রু সীমান্তের ভাজাবনিয়া চিতারকুম এলাকায় বাংলাদেশ-মিয়ানমারের কাঁটাতারের বেড়ার পাশ্ববর্তী এলাকায় ধান খেতে পানি দিচ্ছিল জাহাঙ্গীর ও নুর হোসেন। এ সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে গুলি এসে পড়ে বাংলাদেশে। এতে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। আর গুলি ছুয়ে বেরিয়ে যায় নুর হোসেনের। এতে দুজনই আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ বলেন, কাঁটাতারের ওই প্রান্ত থেকে ছোঁড়া গুলি জাহাঙ্গীরের বাম পায়ে লাগে। আর নুর হোসেনেরটা শরীর ছুঁয়ে বেরিয়ে যায়।

স্থানীয় সূত্রগুলোর দাবি, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। মিয়ানমারের কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় গুলি করা হয় মিয়ানমার সীমান্ত থেকে। তবে এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ির থানার ওসি মো.মাসরুরুল হক জানান, গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে রাতেই কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অপর আহত নুর হোসেনের আঘাত তেমন গুরুতর নয়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি আহত

প্রকাশের সময় : ০৩:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে শূন্যরেখা সীমান্ত সংলগ্ন ঘুমধুম-কক্সবাজার সীমানা ঘেষা ভাজাবুনিয়া গ্রামের চিতারখূমে এই ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন- ঘুমধুম ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর (২০), এবং ভাজাবুনিয়া গ্রামের রোহিঙ্গা মো. হোসাইন (২৭)। বর্তমানে তারা কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, তুমব্রু সীমান্তের ভাজাবনিয়া চিতারকুম এলাকায় বাংলাদেশ-মিয়ানমারের কাঁটাতারের বেড়ার পাশ্ববর্তী এলাকায় ধান খেতে পানি দিচ্ছিল জাহাঙ্গীর ও নুর হোসেন। এ সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে গুলি এসে পড়ে বাংলাদেশে। এতে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। আর গুলি ছুয়ে বেরিয়ে যায় নুর হোসেনের। এতে দুজনই আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ বলেন, কাঁটাতারের ওই প্রান্ত থেকে ছোঁড়া গুলি জাহাঙ্গীরের বাম পায়ে লাগে। আর নুর হোসেনেরটা শরীর ছুঁয়ে বেরিয়ে যায়।

স্থানীয় সূত্রগুলোর দাবি, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। মিয়ানমারের কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় গুলি করা হয় মিয়ানমার সীমান্ত থেকে। তবে এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ির থানার ওসি মো.মাসরুরুল হক জানান, গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে রাতেই কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অপর আহত নুর হোসেনের আঘাত তেমন গুরুতর নয়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।