Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জ-১ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছিলেন।

রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন তার মনোনয়ন বাতিল করেন। তিনি জানান, ঋণ খেলাপের অভিযোগে মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাহি বি চৌধুরীর কোন বক্তব্য জানা যায়নি।

প্রস্তাবকারী নির্বাচনী এলাকার ভোটার না হওয়ার কারণে বিএনএম প্রার্থী মোহাম্মদ ফরিদ হোসেন ও স্বতন্ত্র হিসাবে এক শতাংশ সমর্থনের ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারওয়ার কবিরের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এই আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে নৌকার মহিউদ্দিন আহমেদ ও তৃণমূল বিএনপির অন্তরা সেলিমা হুদাসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মাহি বি চৌধুরী ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিকল্পধারা থেকে মুন্সীগঞ্জ-১ আসন থেকে মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালের নির্বাচনে তার বাবা বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিএনপি, জাসদ (রব), নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ ও গণফোরামকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেন। পরবর্তীতে মাহি তরুণ প্রজন্মের নিকট প্ল্যান বি উপস্থাপন করেন। যুক্তফ্রন্টের মধ্যে এ সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মাহি জামায়াতের সঙ্গে একত্রে নির্বাচনে যেতে নারাজ হলে অভ্যন্তরীণ সমস্যায় বিকল্পধারাকে ঐক্য থেকে বাদ দেওয়া হয়।

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রশ্ন ওঠায় বিকল্পধারা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে এবং বিকল্পধারা ২০১৮ সালের নির্বাচনে তিনটি আসন লাভ করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা আসিফ মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন : নাছির উদ্দীন

মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশের সময় : ০১:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জ-১ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছিলেন।

রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন তার মনোনয়ন বাতিল করেন। তিনি জানান, ঋণ খেলাপের অভিযোগে মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাহি বি চৌধুরীর কোন বক্তব্য জানা যায়নি।

প্রস্তাবকারী নির্বাচনী এলাকার ভোটার না হওয়ার কারণে বিএনএম প্রার্থী মোহাম্মদ ফরিদ হোসেন ও স্বতন্ত্র হিসাবে এক শতাংশ সমর্থনের ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারওয়ার কবিরের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এই আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে নৌকার মহিউদ্দিন আহমেদ ও তৃণমূল বিএনপির অন্তরা সেলিমা হুদাসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মাহি বি চৌধুরী ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিকল্পধারা থেকে মুন্সীগঞ্জ-১ আসন থেকে মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালের নির্বাচনে তার বাবা বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিএনপি, জাসদ (রব), নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ ও গণফোরামকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেন। পরবর্তীতে মাহি তরুণ প্রজন্মের নিকট প্ল্যান বি উপস্থাপন করেন। যুক্তফ্রন্টের মধ্যে এ সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মাহি জামায়াতের সঙ্গে একত্রে নির্বাচনে যেতে নারাজ হলে অভ্যন্তরীণ সমস্যায় বিকল্পধারাকে ঐক্য থেকে বাদ দেওয়া হয়।

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রশ্ন ওঠায় বিকল্পধারা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে এবং বিকল্পধারা ২০১৮ সালের নির্বাচনে তিনটি আসন লাভ করে।