আন্তর্জাতিক ডেস্ক :
মালির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পানিতে পড়ে কারো কারো মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছেন। ওই নারীর পিঠে তার ছোট্ট শিশুটিও বাঁধা ছিল।
আফ্রিকার সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর একটি মালি। দেশটিতে প্রায়ই খনিতে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটে। মালিতে অবৈধ অনেক স্বর্ণের খনি রয়েছে। গতকাল ধসে পড়া খনিটিও অবৈধ। সেটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।
মালিতে অবৈধ খনি থেকে স্বর্ণ রউত্তোলন নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি মালি, যেখানে মানুষ কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়াই প্রাণের ঝুঁকি নিয়ে নিয়ন্ত্রণহীনভাবে খনি থেকে স্বর্ণ সংগ্রহের কাজ করেন।
গতকালের ধস নিয়ে পুলিশের একটি সূত্র বলেছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে খনিতে ধস নামে। সেখানে ৪৮ জন মারা গেছেন। পানিতে পড়ে কারও কারও মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছেন। ওই নারীর পিঠে তাঁর ছোট্ট শিশুটিও বাঁধা ছিল।
স্থানীয় এক কর্মকর্তাও খনিধসের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘কেনিয়েবা গোল্ড মাইনার্স অ্যাসোসিয়েশন’ ৪৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে।
সেখানে এখনো উদ্ধারকাজ চলছে বলে এএফপিকে জানিয়েছেন একটি পরিবেশবাদী সংগঠনের প্রধান।
অন্য একাধিক সূত্র এএফপিকে বলেছে, গতকাল যে খনিতে ধস নেমেছে, সেটি পরিত্যক্ত ছিল। চীনের একটি কোম্পানি একসময় খনিটি পরিচালনা করত।